মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘লক্ষ্য’ বেঁধে দিয়েছিলেন। সাড়ে তিন মাসে অর্ধেক সাফল্য অর্জন করে ফেলেছে রাজ্য বন দফতর।
গত ২০ মে আমপানের তাণ্ডবে সুন্দরবনের একটা বড় অংশ বিপর্যস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় ম্যানগ্রোভ বনাঞ্চলও। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক বিপর্যয় থেকে সুন্দরবনকে রক্ষা করতে পাঁচ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানো হবে সেখানে। সোমবার গোসাবার কুমিরমারি অঞ্চলে বাদাবন রোপণ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে রাজ্যের প্রধান মুখ্য বনপাল ভি কে যাদব বলেন, ‘‘ইতিমধ্যেই আমরা আড়াই কোটি ম্যানগ্রোভ রোপণ করেছি।’’
আরও পড়ুন: কোদালের কোপে নিকেশ মা কেউটে, ডিম ফুটিয়ে শিশুদের ‘পুনর্বাসন’ হুগলিতে