E-Paper

ডিজি নিয়োগে পৃথক বিধির সিদ্ধান্ত

সূত্রের তরফে জানানো হচ্ছে, বেশ কয়েক বছর আগে প্রকাশ সিংহ মামলার রায়ের পরে প্রতিটি রাজ্যকে পুলিশের ডিজি নিয়োগের আগে সিনিয়র পুলিশ-কর্তাদের নামের তালিকা পাঠাতে হত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে (ইউপিএসসি)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ০৭:৫২

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজ্য পুলিশের প্রধান বা ডিজি নিয়োগে পৃথক বিধি প্রণয়নের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের দাবি, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ করা হয়েছে।

সূত্রের তরফে জানানো হচ্ছে, বেশ কয়েক বছর আগে প্রকাশ সিংহ মামলার রায়ের পরে প্রতিটি রাজ্যকে পুলিশের ডিজি নিয়োগের আগে সিনিয়র পুলিশ-কর্তাদের নামের তালিকা পাঠাতে হত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে (ইউপিএসসি)। তা থেকে ইউপিএসসি-র প্রস্তাব করা তিনটি নামের মধ্যে থেকে এক জনকে রাজ্য পুলিশের ডিজি হিসেবে বেছে নেওয়া যেত। রাজ্য নতুন বিধি তৈরি করলে, তার অধীনে একটি কমিটি তৈরি হবে অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে। সেখানে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ অনেকেরই থাকার কথা। কেন্দ্রের কোনও প্রতিনিধি সেই কমিটিতে থাকবেন কি না, তা অবশ্য স্পষ্ট নয় এখনই। অফিসারদের অভিজ্ঞতা (সিনিয়রিটি), কার্যক্ষমতা, দক্ষতা, সততা ইত্যাদি নানা বিষয় খতিয়ে দেখে ওই পদের জন্য যোগ্য অফিসার বেছে দেবে তারাই। সে ক্ষেত্রে ইউপিএসসি-কে আর তালিকা পাঠাতে হবে না।

প্রশাসনের অন্দরের একাংশ জানাচ্ছেন, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মতো একাধিক রাজ্য নিজেরাই এমন পদক্ষেপ করছে। আগামী বছর বিধানসভা ভোটের আগেই রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমারের অবসর নেওয়ার কথা। পুলিশকর্তাদের একাংশের অনুমান, এই বিধি রাজ্য কার্যকর করলে তাঁর বর্তমান কর্মজীবনের মেয়াদবৃদ্ধিও হতে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

police

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy