প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর বিষয়ে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে অনুমতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজভবনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, বুধবার এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের ঘটনায় অভিযুক্ত পার্থ এবং মানিকের বিরুদ্ধে আগেই মামলা দায়ের করেছে ইডি। কিন্তু সেই মামলার বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যপালের অনুমোদন প্রয়োজন ছিল।
আরও পড়ুন:
ভারতীয় সংবিধানের ১৬৩ নম্বর ধারা মেনে নিজের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে রাজ্যপাল অনুমতি দেওয়ায় সেই প্রক্রিয়া এ বার সম্পূর্ণ হয়েছে। আর এক কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের তরফে এর আগে জনপ্রতিনিধি পার্থের বিরুদ্ধে এসএসসিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় আইনি পদক্ষেপের জন্য রাজ্যপাল বোসের সম্মতি চাওয়া হয়েছিল। ২০২৩ সালের জুলাই মাসে রাজ্যপাল সেই অনুমোদন দিয়েছিলেন।