Advertisement
E-Paper

মাদ্রাসায় সংখ্যায় চমক মেয়েদের

সিবিএসই দশম ও দ্বাদশ দুই পরীক্ষাতেই চমকে দিয়েছেন মেয়েরা। দু’টি ক্ষেত্রে প্রথম স্থানাধিকারী মোট পাঁচ জনের মধ্যে চার জনই মেয়ে। পশ্চিমবঙ্গের মাদ্রাসা পরীক্ষাতেও অন্তত দু’টি স্তরে মেয়েরা তাক লাগিয়ে দিয়েছেন। নম্বরে নয়, পড়াশোনা করার ইচ্ছায়। পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের টপকে যাওয়ায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ০৪:০৪

সিবিএসই দশম ও দ্বাদশ দুই পরীক্ষাতেই চমকে দিয়েছেন মেয়েরা। দু’টি ক্ষেত্রে প্রথম স্থানাধিকারী মোট পাঁচ জনের মধ্যে চার জনই মেয়ে। পশ্চিমবঙ্গের মাদ্রাসা পরীক্ষাতেও অন্তত দু’টি স্তরে মেয়েরা তাক লাগিয়ে দিয়েছেন। নম্বরে নয়, পড়াশোনা করার ইচ্ছায়। পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের টপকে যাওয়ায়।

শুক্রবার হাইমাদ্রাসা (দশম), আলিম (দশম) এবং ফাজিল (দ্বাদশ) পরীক্ষার ফল প্রকাশের পরে রাজ্য মাদ্রাসা পর্ষদ জানায়, গত বছরের তুলনায় এই তিন পরীক্ষাতেই পাশের হার বেড়েছে। তার থেকেও চমকপ্রদ তথ্য হল, হাইমাদ্রাসা এবং আলিমে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীরা সংখ্যায় বেশি।

মাদ্রাসা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন জানান, এ বার হাইমাদ্রাসায় পাশের হার ৮২.০৪%। আলিম পরীক্ষায় সেটা ৮২.৬৭%। ফাজিলে পাশের হার ৮৬.৮৮%। তিনটি ক্ষেত্রেই এই হার গত বছরের থেকে বেশি। তিন পরীক্ষায় এ বার মোট পরীক্ষার্থী ছিলেন ৬৪ হাজার ৯৭৪। তাঁদের মধ্যে ছাত্র ২১ হাজার ৭৩৪ জন। ছাত্রীর সংখ্যা ৪৩ হাজার ২৪০। তিন পরীক্ষাতেই পাশের হারে ছাত্রেরা এগিয়ে। তবে হাইমাদ্রাসা ও আলিমে ছাত্রীরা বেশি সংখ্যায় পরীক্ষায় বসে চমকে দিয়েছে।

স্কুলছুট আটকানোর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে রাজ্যে। বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের বেশি সংখ্যায় স্কুল-মাদ্রাসায় পাওয়া যাচ্ছিল না কিছু দিন আগেও। এ বারের হাইমাদ্রাসা আর আলিম পরীক্ষা দেখিয়ে দিল, ছবিটা পাল্টেছে। দুই পরীক্ষায় ছাত্রীর সংখ্যা বেশি হল কোন জাদুমন্ত্রে? পর্ষদ-সভাপতির বক্তব্য, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পই লেখাপড়ার ব্যাপারে মেয়েদের উৎসাহ জোগাচ্ছে। তার পাশাপাশি আছে পর্ষদের নিজস্ব ‘মীনা মঞ্চ’-এর তৎপরতা।
কোথাও স্কুলছুটের খবর পেলেই ওই মঞ্চের সদস্যেরা সেই বাড়িতে ছুটে যাচ্ছেন। মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট পরিবারকে। এতে সুফল মিলছে।

এ দিন এই তিন পরীক্ষার প্রথম দশ জনের মেধা-তালিকাও প্রকাশ করেছে পর্ষদ। হাইমাদ্রাসায় প্রথম হয়েছে মুর্শিদাবাদের পমাইপুর হাইমাদ্রাসার তৌফিক আনোয়ার। দ্বিতীয় মালদহের কামদিতলা হাইমাদ্রাসার মেহবুবা ইয়াসমিন। তৃতীয় মুর্শিদাবাদের ভাতশালা হাইমাদ্রাসার ওয়ালিউর রহমান। আলিম পরীক্ষায় প্রথম হয়েছে হুগলির ফুরফুরা ফতেহিয়া সিনিয়র মাদ্রাসার আবু বক্কর দালাল। দ্বিতীয় স্থানে আছে ওই মাদ্রাসারই মহম্মদ সানোয়ার হোসেন পাইক। তৃতীয় মুর্শিদাবাদের হোসেন নগর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার পারভেজ আলম। ফাজিল পরীক্ষায় প্রথম হয়েছেন উত্তর ২৪ পরগনার আমডাঙা কেন্দ্রীয় সিদ্দিকিয়া হামিদিয়া রাহানা সিনিয়র মাদ্রাসার নাজমুস সাদাত। দ্বিতীয় হুগলির ফুরফুরা ফতেহিয়া সিনিয়র মাদ্রাসার মোল্লা মহম্মদ মহিউদ্দিন মুস্তাফা। তৃতীয় হয়েছেন বনগাঁ হজরত পির আবু বকর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার ফারুক আব্দুল্লা মণ্ডল।

WB Madrasha Result 2018 Result CBSE Girls Boys
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy