বাড়ির পোষ্য এবং বাড়িতে কীটপতঙ্গ আছে এ রকম জায়গা থেকে দূরে রাখুন মাধ্যমিকের পরীক্ষার্থীদের উত্তরপত্র। এই প্রথম এমন নির্দেশ জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে আরও বলা হয়, উত্তরপত্র বাড়িতে এমন জায়গায় রাখবেন না যেখানে জলে ভিজে যাওয়ার অথবা আগুনে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
মাধ্যমিক শেষ। শীঘ্রই পরীক্ষকেরা উত্তরপত্র দেখা শুরু করবেন। তার আগে সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থার এই নির্দেশিকা। এই সতর্কবাণীকে ঘিরে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ। তাঁদের মতে, প্রতি বছর উত্তরপত্র সংরক্ষণ নিয়ে কিছু নির্দেশ দেয় পর্ষদ। প্রধান পরীক্ষকের থেকে উত্তরপত্র নেওয়ার সময়ে সতর্কতা ও গোপনীয়তা বজায় রাখার নির্দেশ থাকে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন, “খাতা সংরক্ষণে পরীক্ষকেরা যথেষ্ট সতর্ক ও দায়িত্বশীল। আলাদা করে উল্লেখের প্রয়োজন ছিল না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)