Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩
Diamond Harbour

যৌননিগ্রহ-কাণ্ডে বিপাকে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী, গ্রেফতারের নির্দেশ

২৬ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় নাম জড়িয়ে যায় নীলাঞ্জন রায়ের

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়। ছবি : সংগৃহীত।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়। ছবি : সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০১৯ ২১:০৪
Share: Save:

বিপাকে ডায়মন্ড হারবারেবিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়। ভোটের মুখে যৌননিগ্রহ-কাণ্ডে তাঁকে গ্রেফতারের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার আয়োগ।

শিশু সুরক্ষা অধিকার আয়োগ সূত্রে খবর, গত ২৬ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় নাম জড়িয়ে যায় নীলাঞ্জন রায়ের। এ বিষয়ে ফলতা থানায় ওই নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়। এমনকি পকসো(প্রোটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) আইনেও মামলা দায়ের হয়। নির্যাতিতার পরিবারের অভিযোগ, এর পরেও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি পুলিশের তরফে।

এ বিষয়ে অভিযোগ জমা পড়ে শিশু সুরক্ষা অধিকার আয়োগে। নীলাঞ্জন এই ঘটনায় আদৌ অভিযুক্ত কিনা, খতিয়ে দেখে শিশু সুরক্ষা অধিকার আয়োগ। এই অভিযোগের সত্যতা রয়েছে বলে নিশ্চিত হওয়ার পর কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ফলতা থানাকে ২৪ ঘণ্টার মধ্যে নীলাঞ্জনকে গ্রেফতারের নির্দেশ দেন। পাশাপাশি বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার আইন রয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে আয়োগের তরফে। এ বিষয়ে অনন্যা চক্রবর্তী জানিয়েছেন, “অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ করা হয়েছে। গ্রেফতার নির্দেশ দিয়েছি থানাকে। এছাড়াও কমিশনের কাছ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে রিপোর্টও চেয়েছি”।

আরও পড়ুন : নোটবন্দিতে দুর্নীতির টাকা খরচ হচ্ছে নির্বাচনে, খড়গপুরে বিজেপিকে তোপ মমতার

আরও পড়ুন : ‘সায়েন্টিফিক রিগিং’-এর অভিযোগে ধর্নায় বিজেপি, মিলল ৯০% বুথে বাহিনীর আশ্বাস

এ বিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “ইচ্ছে করে বিজেপি প্রার্থীকে বিপাকে ফেলার চেষ্টা চলছে। শিশু সুরক্ষা অধিকার আয়োগ নয়, ওটা হাস্যকরআয়োগ।” যৌন নিগ্রহের মতো গুরুতর অভিযোগ উঠলেও, ডায়মন্ড হারবারের স্থানীয় বিজেপি নেতৃত্ব এর মধ্যে রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পাচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE