Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

নোটবন্দিতে দুর্নীতির টাকা খরচ হচ্ছে নির্বাচনে, খড়গপুরে বিজেপিকে তোপ মমতার

বাঁকুড়া ও পুরুলিয়ার সভা থেকে তীব্র ভাষায় বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন মমতা।

নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই

নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ১৫:০০
Share: Save:

দিলীপ ঘোষের খাস তালুকে মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তৃণমূল নেত্রী। এই কেন্দ্রের দলীয় প্রার্থী মানস ভুঁইঞার হয়ে প্রচার সভায় মমতা। বিজেপির প্রার্থী দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতার প্রচার সভাতেই যোগ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।

তার আগে বাঁকুড়া ও পুরুলিয়ার সভা থেকে তীব্র ভাষায় বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন মমতা। পুরুলিয়ার সভায় মমতা দাবি করেন, বিজেপি অভিযোগ তুলেছে, তৃণমূলের প্রার্থীরা কোল মাফিয়া। এই প্রসঙ্গ টেনে মমতা এ দিন চ্যালেঞ্জ ছোড়েন, এক জন প্রার্থীও কোল মাফিয়া প্রমাণ করতে পারলে তিনি ৪২টি কেন্দ্রের প্রার্থীই তুলে নেবেন।

তবে এ দিন পুরুলিয়ার সভা থেকেই বিস্ফোরক অভিযোগ এনেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, তাঁর কাছে একটি পেন ড্রাইভ রয়েছে। সেই পেন ড্রাইভে বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদের গরু পাচারের ব্যবসার প্রমাণ রয়েছে বলেও দাবি করেন মমতা।

খড়গপুরে যা বললেন মমতা

• আজ নোট বাতিল করেছে, কাল সংবিধান বাতিল করে দেবে

• আজ নোট বাতিল করেছে, কাল ব্যাঙ্ক বাতিল করবে

• বিজেপিকে এই মাটিতে গনতন্ত্রের মাধ্যমে কবর দিন

• এবার দিলীপ ঘোষ জিতবেন না, মানস ভুঁইয়া জিতবেন

• শুধু মিথ্যে কথা বলবেন না

• আপনি একটি দেশের প্রধানমন্ত্রী, মেপেজুকে কথা বলবেন

• সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে

• দিল্লির মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে কিছু লিখলেই তাঁর চাকরি চলে যায়

• আপনাদের আমলে অনেকের দোকান বন্ধ হয়ে গিয়েছে, অনেকের রোজগার বন্ধ হয়ে গিয়েছে

• কয়েকটা লোক আসে, আর চেয়ার ছোড়াছুড়ি করে

• কে বলেছে, আপনি করুন না, এক হাজারটা মিটিং করুন

• বলছেন, আমরা নাকি মিটিং করতে দিই না

• কিন্তু পরিবর্তন হয়নি, এক বিন্দুও পাল্টাননি

• আমরা ভাবলাম, প্রধানমন্ত্রী হয়েছেন, হয়তো পরিবর্তন হবে

• দাঙ্গা করে অনেক মানুষ মেরে ক্ষমতায় এসেছেন

• আর এখন বলছেন, চৌকিদার, আপনারাই বলুন, মোদী কি চৌকিদার?

• আগে বলতেন, আমি চা বিক্রি করি, কোনও দিন চা বিক্রি করেননি

• পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়, আর মোদীবাবুরা হারাতঙ্কে ভুগছেন

• সেই টাকাই এখন ভোটে খরচ হচ্ছে

• হঠাৎ করে নোট বাতিল করে দিলেন, আর গরিব মানুষের টাকা লুঠ করে নিলেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE