Advertisement
২৪ এপ্রিল ২০২৪

২টি লোকসভা আসনই চাই: শুভেন্দু

মালদহমঙ্গলবার মালদহে দাঁড়িয়ে সেই বার্তাই দিলেন জেলায় দলের পর্যবেক্ষক তথা পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

জয়ন্ত সেন
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুন ২০১৮ ০৩:৫৬
Share: Save:

পঞ্চায়েতে সাফল্যের পথ ধরে এ বার মালদহ জেলার লোকসভা আসন দু’টিও কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। মঙ্গলবার মালদহে দাঁড়িয়ে সেই বার্তাই দিলেন জেলায় দলের পর্যবেক্ষক তথা পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

এ দিন দুর্গাকিঙ্কর সদনে জেলায় ত্রিস্তর পঞ্চায়েতে দলের জয়ী সদস্যদের নিয়ে সভা করেন শুভেন্দু। সেখানে তিনি জানান, পঞ্চায়েতে প্রাপ্ত ভোট ৪৪.৬৭ শতাংশ থেকে বাড়িয়ে আগামী লোকসভায় সেটা ৫৫ শতাংশের উপরে নিয়ে যেতে চান তিনি। দু’টি লোকসভা আসনই তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়ার অঙ্গীকার করেন এই সভায়। শুভেন্দুর মন্তব্যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘‘যদি তৃণমূল গণতান্ত্রিক ভাবে আমাদের চ্যালেঞ্জ করে, তবে তা আমরা গ্রহণ করব। কিন্তু পুরুলিয়ার কায়দায় বিরোধীশূন্য করার চেষ্টা হলে, মানুষই তার জবাব দেবে।’’ কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুরের কথায়, ‘‘তৃণমূল অনৈতিক কাজ করছে।’’

এ দিন শুভেন্দুর দাবি, যত দিন যাবে, ততই মুর্শিদাবাদের মতো মালদহেও বিরোধীরা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। লোকসভা ভোটের মুখে এই জেলার বিরোধীদের অনেক ‘রাঘব বোয়াল’ তৃণমূলের দিকে চলে আসবেন বলেও তিনি দাবি করেন। ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিতে বোর্ড গঠন করতে নির্দল এবং অন্য দলের পঞ্চায়েত সদস্যদের দলে টানার বার্তাও দিয়েছে শুভেন্দু। সেই সঙ্গে তাঁর নির্দেশ, দল যাঁকে প্রধান বা উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি বা সহ-সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতি বা সহকারী সভাধিপতি করবে তাঁকেই বাকি সদস্যদের মানতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari Malda মালদা
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE