বিদায়বেলায় ভেল্কি দেখাতে পারে শীতবুড়ো। পশ্চিমী ঝঞ্ঝার জেরে দার্জিলিং, সিকিমে ফের তুষারপাতের সম্ভাবনা। পাশাপাশি, উত্তরবঙ্গ এবং বিহার-ঝাড়খণ্ড লাগোয় এ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এমনিতেই গত কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। নতুন করে শীত ফিরে আসার সম্ভাবনা নেই। কিন্তু বৃষ্টিপাত এবং শেষ পর্যন্ত যদি তুষারপাত হয়, তাহলে তাপমাত্রা কিছুটা কমবেই। ফলে সরস্বতী পুজোর সময়ে শীতের আমেজ থেকে বঞ্চিত হবেন না রাজ্যবাসী।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহারে একটি নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। তার জেরে বৃষ্টিপাত হতে পারে সপ্তাহের শেষে। শুক্র ও শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদে বৃষ্টি হবে। কলকাতাতেও ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। সব থেকে বেশি প্রভাব পড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়িতে বৃষ্টি ভালই হবে। এমনকি দার্জিলিং, সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন: ধর্নায় যোগ দেওয়ার অভিযোগ, পদক কেড়ে নিয়ে ৫ আইপিএসকে শাস্তি দেওয়ার পথে কেন্দ্র
আরও পড়ুন: শিলংয়ে সিবিআইয়ের বাছাই ১০ অফিসারের মুখোমুখি হবেন কলকাতার সিপি রাজীব কুমার
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশপ্রসাদ দাস বলেন, “নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ এবং বিহার লাগোয়া জেলায় বৃষ্টি হবে। দার্জিলিং এবং সিকিমে তুষারপাত হতে পারে।”