চৈত্রের শেষে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়বে। ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। জেলাগুলিতেও তাপমাত্রা বাড়ছে। যদিও চলতি সপ্তাহে নতুন করে একটি ঘূর্ণাবর্তও ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তার জেরে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সোমবার সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ছিল। ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ দিন সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি না হলে, তাপমাত্রা এ বার বাড়বে।
গরমের সঙ্গে সঙ্গে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও বাড়বে। ফলে অস্বস্তিও মালুম হবে। রবিবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ছিল। সোমবারও একই রকম রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।