Advertisement
E-Paper

পশ্চিমবঙ্গে আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ, বিজ্ঞপ্তি জারি

২০০৬ সালের ফুড সেফ্‌টি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে। আইনের ৩০ নম্বর ধারায় বলা আছে, রাজ্যের ফুড সেফ্‌টি কমিশনার প্রতি বছর জনস্বাস্থ্য রক্ষার্থে এই বিজ্ঞপ্তি জারি করবেন। সেই বিধি মেনেই প্রতি বছর নভেম্বর মাসে এই নিষেধাজ্ঞা নবীকরণ করা হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৫:১০
West Bengal bans sale of gutkha and tobacco-containing drinks for another year

রাজ‍্যে আরও এক বছর নিষিদ্ধ গুটখা। ছবি: পিটিআই।

পশ্চিমবঙ্গে তামাক ও নিকোটিন মেশানো গুটখা এবং পানমশলার উপর নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বহাল থাকছে। এ বিষয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। গত ৭ নভেম্বর জারি হওয়া এই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী এক বছর রাজ্যের সর্বত্র তামাক-নিকোটিনযুক্ত গুটখা বা পানমশলার উৎপাদন, মজুত, সরবরাহ ও বিক্রি সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ থাকবে।

২০০৬ সালের ফুড সেফ্‌টি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে। আইনের ৩০ নম্বর ধারায় বলা আছে, রাজ্যের ফুড সেফ্‌টি কমিশনার প্রতি বছর জনস্বাস্থ্য রক্ষার্থে এই বিজ্ঞপ্তি জারি করবেন। সেই বিধি মেনেই প্রতি বছর নভেম্বর মাসে এই নিষেধাজ্ঞা নবীকরণ করা হয়। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, তামাক ও নিকোটিন মেশানো গুটখা ও পানমশলার ব্যবহার জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। মুখগহ্বর, গলা ও ফুসফুসের ক্যানসার-সহ নানা গুরুতর অসুস্থতার অন্যতম প্রধান কারণ এগুলি। তাই এই ধরনের পণ্য রাজ্যে নিষিদ্ধ থাকছে এবং নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে বলে সতর্ক করেছে সরকার।

রাজ্য জুড়ে খাদ্য নিরাপত্তা কর্তারা ইতিমধ্যেই নজরদারি শুরু করেছেন। বাজারে নিষিদ্ধ পণ্য বিক্রি বা মজুতের খবর পেলে তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে। সরকার জানিয়েছে, জনস্বাস্থ্যের স্বার্থে এই পদক্ষেপ অব্যাহত থাকবে এবং সচেতনতার মাধ্যমে তামাকজাত দ্রব্যের ব্যবহার আরও কমানোই মূল লক্ষ্য।

Gutkha tobacco
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy