মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা ভোটের ফলের পর পশ্চিমবঙ্গেও বিজেপির ভবিতব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল। লোকসভা ভোটে এ রাজ্যে ১৮টি আসন জিতে চমক দেখিয়েছিল তারা। কিন্তু এ দিনের ওই দুই রাজ্যের ফলের পর প্রশ্ন উঠছে— ২০২১-এ এ রাজ্যের বিধানসভা ভোটে তারা ওই সাফল্য ধরে রাখতে পারবে তো?
আনুষ্ঠানিক ভাবে বিজেপির তরফে অবশ্য মহারাষ্ট্র এবং হরিয়ানার ধাক্কা স্বীকার করা হচ্ছে না। একই ভাবে এ রাজ্যেও বিজেপি নেতৃত্বে ওই দুই রাজ্যের ভোটের ফলকে ‘হাওয়া ঘোরা’ বলে মানছেন না। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিজেপিই সরকার গড়বে। ওখানকার ভোটের ফলের উপর পশ্চিমবঙ্গের ফল নির্ভর করবে না। এখানে মানুষ ঠিক করে ফেলেছে, ২০২১-এ কাকে আনবে।’’
দিলীপবাবু এ কথা বললেও বিজেপির অন্দরের আলোচনায় নেতাদের কেউ কেউ বলেই থাকেন, রাজ্যের সব ব্লকে এখনও অত পোক্ত সংগঠন দলের নেই। অনেক জায়গাতেই গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটায় বিদ্ধ দল। কোথাও কোথাও জেলা, ব্লক বা বুথ স্তরের কমিটিতে কাজের লোকের চেয়ে নেতৃত্বের কাছের লোক হওয়া বেশি গুরুত্বপূর্ণ যোগ্যতা বলে মনে করা হয়। বাঙালির কাছে ‘হিন্দি ভাষীদের দল’ তকমাটিও এখনও পুরোপুরি ঝেড়ে ফেলতে পারেনি বিজেপি।