রাজ্যে ‘এসআইআর আতঙ্কে’ মৃত এবং আত্মঘাতীদের পরিবারের জন্য অর্থসাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানালেন, ‘এসআইআর আতঙ্কে’ অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরাও পাবেন আর্থিক সহায়তা।
মুখ্যমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে ‘এসআইআর আতঙ্কে’ ৩৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে (আত্মহত্যা-সহ)। তিনি বলেন, ‘‘এঁদের প্রত্যেকের পরিবার ২ লক্ষ টাকা করে অর্থসাহায্য পাবে।’’ অসুস্থ হয়ে চিকিৎসাধীন ১৩ জন। এঁদের মধ্যে ‘কাজের চাপে’র শিকার ৩ জন বিএলও (বুথস্তরের আধিকারিক) রয়েছেন। এই ১৩ জন পাবেন ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ‘কাজের চাপে’ চার জন বিএলও-র মৃত্যুর অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এঁদের মধ্যে দু’জনের পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। প্রসঙ্গত, বাংলায় এসআইআর চালু হয়েছে গত ২৮ অক্টোবর। প্রথম দিনেই আত্মহত্যা করেন প্রদীপ কর নামে উত্তর ২৪ পরগনার খড়দহের বাসিন্দা। গণনাপত্রের (এনুমারেশন ফর্ম) পূরণ এবং জমা নেওয়ার প্রক্রিয়ার চলাকালীন ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দাবি। সূত্রের খবর, এঁদের মধ্যে প্রায় অর্ধেক আত্মহত্যা করেছেন। বাকিদের মৃত্যু হয়েছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে এবং ব্রেন স্ট্রোকে।