ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আলোচনার দাবিতে সরকার ও বিরোধীপক্ষের বিতণ্ডার মধ্যেই রাজ্যসভায় উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফার প্রসঙ্গ তুললেন বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়্গে। সেই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘‘কেন রীতি মেনে এখনও পর্যন্ত ধনখড়ের বিদায় সংবর্ধনার আয়োজন করা হল না?’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সংসদের অধিবেশন শুরুর আগে বিরোধীদের বিরুদ্ধে ‘সংসদে নাটক করার’ যে অভিযোগ তুলেছেন, তারও নিন্দা করেন খড়্গে। ধনখড়কে নিয়ে খড়্গের প্রশ্নের সরাসরি জবাব দেয়নি সরকারপক্ষ। কিন্তু সংসদ বিষয়ক মন্ত্রী বিরোধী দলনেতার উদ্দেশে বলেন, ‘‘চেয়ারের মর্যাদা নষ্ট করবেন না।’’ প্রসঙ্গত, গত জুলাই মাসে উপরাষ্ট্রপতি পদ (পদাধিকার বলে যিনি রাজ্যসভার অধ্যক্ষ) থেকে আচমকা ইস্তফা দিয়েছিলেন ধনখড়। পরদিনই তা গ্রহণ করে নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু রীতি মেনে রাজ্যসভায় বিদায়ী অধ্যক্ষের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা হয়নি।
আরও পড়ুন:
তার পর থেকেই রাজস্থানের প্রাক্তন বিজেপি নেতা ধনখড়ের সঙ্গে সরকারপক্ষের সম্পর্কের অবনতি নিয়ে নানান জল্পনা চলছে। বিরোধীদের অভিযোগ, সরকার পক্ষের চাপেই ইস্তফা দিয়েছিলেন তিনি। রাষ্ট্রপতিকে পাঠানো ইস্তফাপত্রে ধনখড় কারণ হিসাবে তাঁর অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন। যদিও তার আগের দিন বিকেল পর্যন্ত রাজ্যসভার বাদল অধিবেশন সপ্রতিভ ভাবে পরিচালনা করতে দেখা গিয়েছিল তাঁকে। উপরাষ্ট্রপতি পদ থেকে ধনকড়ের আচমকা ইস্তফার কারণ ব্যাখ্যা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কাছে দাবি জানিয়েছিলেন বিরোধীরা। কিন্তু এখনও সে বিষয়ে কোনও মন্তব্য আসেনি সরকারপক্ষের তরফে।