ইঙ্গিত মিলেছিল রবিবারের সর্বদল বৈঠকেই। সেই পূর্বাভাস মিলিয়েই সোমবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে অশান্তি ছড়াল লোকসভায়। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই মুলতুবি হল অধিবেশন।
কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী সাংসদেরা সোমবার অধিবেশনের সূচনাতেই প্রশ্নোত্তর পর্ব মুলতুবি করে এসআইআর নিয়ে আলোচনার দাবি জানান। পাল্টা প্রতিবাদ আসে শাসক দলের সাংসদদের বেঞ্চ থেকে। স্পিকার ওম বিড়লা জানান তিনি এসআইআর নিয়ে আলোচনার সুযোগ দিতে রাজি। কিন্তু প্রশ্নোত্তর পর্ব মুলতুবির দাবি মানতে রাজি না হওয়ার শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান। শেষ পর্যন্ত স্পিকারের নির্দেশে বেলা ১২টা পর্যন্ত মুলতুবি হয় অধিবেশন।
সোমবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ছুটির দিনগুলি বাদ দিলে মোট ১৫ দিন অধিবেশন চলবে। সাধারণত শীতকালীন অধিবেশন ২০ দিন ধরে চলে। বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি। সোমবার অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে ঢোকার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন বিরোধীদের কাছে। সংসদে আলোচনার পরিবেশ বজায় রাখার আর্জি জানিয়ে বললেন, “নাটক করার অন্য অনেক জায়গা রয়েছে। এখানে (সংসদে) পরিষেবা দেওয়া প্রয়োজন।” কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই এসআইআর নিয়ে সংসদের অন্দরে আলোচনার পরিসর সংকুচিত করার অভিযোগ উঠল। পরিণামে সূচনার ২০ মিনিটের মাথাতেই মুলতুবি হল লোকসভার অধিবেশন।