Advertisement
৩০ এপ্রিল ২০২৪
জেএনএনইউআরএম

টাকা দিচ্ছে না কেন্দ্র, ক্ষুব্ধ পুরমন্ত্রী

জওহরলাল নেহরু ন্যাশনাল আর্বান রিনিউয়াল মিশন (জেএনএনইউআরএম) অনুমোদিত কলকাতা ও শহরতলির বহু প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, নগরোন্নয়ন মন্ত্রক নানা সময়ে রাজ্যের ওই প্রকল্পগুলি মঞ্জুর করে। যার মোট খরচ ১১০০ কোটি টাকা। মন্ত্রী জানান, ফেব্রুয়ারিতে ডায়মন্ড হারবার রোডের কাঁটাপুকুর থেকে গার্ডেনরিচের রামনগর মোড় পর্যন্ত চার লেনের উড়ালপুল তৈরির প্রকল্প মঞ্জুর করে কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৪ ০২:৩৯
Share: Save:

জওহরলাল নেহরু ন্যাশনাল আর্বান রিনিউয়াল মিশন (জেএনএনইউআরএম) অনুমোদিত কলকাতা ও শহরতলির বহু প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

তিনি জানান, নগরোন্নয়ন মন্ত্রক নানা সময়ে রাজ্যের ওই প্রকল্পগুলি মঞ্জুর করে। যার মোট খরচ ১১০০ কোটি টাকা। মন্ত্রী জানান, ফেব্রুয়ারিতে ডায়মন্ড হারবার রোডের কাঁটাপুকুর থেকে গার্ডেনরিচের রামনগর মোড় পর্যন্ত চার লেনের উড়ালপুল তৈরির প্রকল্প মঞ্জুর করে কেন্দ্র। খরচ ধার্য হয় ৩১৪ কোটি টাকা। এ ছাড়া, কলকাতা পুরসভার প্রথম ও দ্বিতীয় পর্যায়ের জঞ্জাল অপসারণ প্রকল্প (খরচ ১৫২ কোটির কিছু বেশি) ও রাজপুর-সোনারপুরের নিকাশি প্রকল্পে (১১৬ কোটি) অনুমোদন দেওয়া হয়। কিন্তু মন্ত্রীর অভিযোগ, “টাকা না মেলায় ওই তিন প্রকল্প বাস্তবায়নে সমস্যা হচ্ছে।” তবে তাঁর দাবি, “রাজ্য নিজের টাকায় প্রকল্পগুলির কাজ শুরু করে দেবে।”

রাজনৈতিক কারণে কেন্দ্র এ রাজ্যের প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করেছে বলে অভিযোগ পুরমন্ত্রীর। তিনি জানান, জেএনএনইউআরএম-এর আওতায় রাজ্যে যে সব প্রকল্পের কাজ ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে, সেগুলি রাজ্য সরকার নিজের টাকা দিয়েই চালিয়ে নিয়ে যাচ্ছে।

বার বার টাকা পাঠানোর অনুরোধ জানিয়েও কাজ হচ্ছে না বলে আক্ষেপ জানান পুরমন্ত্রী। তিনি জানান, রাজ্যের নগরোন্নয়ন সচিব দেবাশিস সেন কেন্দ্রীয় নগরোন্নয়ন সচিবকে দু’মাসে দু’টি চিঠি দিয়ে টাকা ছাড়ার অনুরোধ করেছেন। বলা হয়েছে, এ বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রের অনুমোদন পেয়ে রাজ্য কলকাতা ও শহরতলির তিনটি প্রকল্পের টেন্ডার ডেকে সংশ্লিষ্ট সংস্থাকে চিহ্নিত করেছে। তাদের কাজ শুরু করতে বলা হয়েছে। সম্প্রতি দিল্লিতে জেএনএনইউআরএম প্রকল্পের পর্যালোচনা বৈঠকে জানা যায়, ওই তিন প্রকল্পে কেন্দ্র টাকা দেবে না। যদিও কেন্দ্র তাদের এই সিদ্ধান্তের কথা এখনও রাজ্যকে লিখিত ভাবে জানায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jnnurm firhad hakim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE