Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Corona

রাজ্যে এক দিনে কোভিড আক্রান্তের সংখ্যা নামল ৪০০-র নীচে, সুস্থতা ছুঁল ৯৭ শতাংশ

সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৩৮৯ জন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ২১:০১
Share: Save:

রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় কমল অনেকটাই। সেই সঙ্গে এক দিনে নতুন করোনা আক্রান্তের সংখ্যা নেমে এল ৪০০-র নীচে। তবে টেস্টের সংখ্যা ৭ হাজারেরও বেশি কমেছে। সেই নিরিখে সংক্রমণের হারও কমেছে। একই সঙ্গে সুস্থতার হারও এই প্রথম পৌঁছে গিয়েছে ৯৭ শতাংশে। রাজ্যে কোভিডের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ফলে সব মিলিয়ে সংক্রমণ, সুস্থতা— সব দিক দিয়েই স্বস্তিতে রাজ্য স্বাস্থ্য প্রশাসন।

সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৩৮৯ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৬৫ হাজার ৬৬১। রবিবারের বুলেটিনে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৫৬৫। সেই হিসেবে সোমবার নতুন আক্রান্ত কমেছে ১৭৬ জন। একই সঙ্গে কলকাতায় ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও নেমে এসেছে ১০০-রও নীচে (৯০)। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায় (১২৮)।

তবে উল্লেখযোগ্য ভাবে রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যাও কমেছে। বুলেটিনের হিসেবে, সোমবার নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৮৭৫টি। রবিবার এই সংখ্যা ছিল ২৬ হাজার ২৩১। অর্থাৎ টেস্টের সংখ্যা কমেছে ৭ হাজার ৩৫৬। আর সেই হিসেবে সংক্রমণের হারও কমেছে। প্রতি দিন যত সংখ্যক নমুনা পরীক্ষা হয় এবং তার মধ্যে যত জনের পজিটিভ রিপোর্ট আসে, তার শতকরা হারকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। সোমবারের বুলেটিনে এই হার ২.০৬ শতাংশ। রবিবার যা ছিল ২.১৫ শতাংশ।

অন্য দিকে, সুস্থতার হারেও স্বস্তিতে রয়েছেন রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা। সোমবারই প্রথম সুস্থতার হার ৯৭ শতাংশ ছুঁয়েছে। রবিবার এই হার ছিল ৯৬.৯৭ শতাংশ। সোমবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৯ জন। এই নিয়ে রাজ্যে মোট কোভিডমুক্ত হয়েছেন ৫ লক্ষ ৪৮ হাজার ৭০৫ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮৯৩ জন।

বেশ কিছু দিন ধরেই মৃত্যুর সংখ্যা কমছে। সোমবারও সেই প্রবণতা বজায় রয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিনে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। রবিবার এই সংখ্যা ছিল ১২। সোমবারের সংখ্যা মিলিয়ে রাজ্যে মোট কোভিডের বলি হয়েছেন ১০ হাজার ৬৩ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE