Advertisement
১৯ মে ২০২৪

এই পরিবর্তন চেয়েছিল বাংলা? খড়্গপুরে স্টিং বিঁধলেন মোদী

নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে এসে স্টিং-এর হুলেই তৃণমূলকে ফোটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ক্যামেরার সামনে নেতারা ঘুষ নিচ্ছেন, এই পরিবর্তনটাই হয়েছে বাংলায়।

-ফাইল চিত্র।

-ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ১৩:৪৭
Share: Save:

• প্রায় ৫০ মিনিট পর ভাষণ শেষ করলেন প্রধানমন্ত্রী।

• আমাদের পাঁচ বছরের জন্য সুযোগ দিন। বাংলাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেব, দেখতে পাবেন।

• ৫ কোটি গরীব পরিবারকে সরকার গ্যাস সিলিন্ডার দেবে। যে সব পরিবারে কাঠের উনুনে রান্না হয় সেই সব পরিবারকেই দেওয়া হবে।

• ৩৪ বছরের বাম শাসনের পর পরিবহণে বাংলা দেশে সাত নম্বর ছিল। এখনও সাত নম্বরে।শিক্ষায় ১২ নম্বরে ছিল। এখনও ১২ নম্বরে। স্বাস্থ্যে ১১ নম্বরে ছিল। অনেক ঘষে ঘষে এখন ১০ নম্বরে। কী উন্নতি হয়েছে রাজ্যে?

• দিল্লির কোষাগার থেকে প্রত্যেক কিলো চালের জন্য ২৭ টাকা করে খরচ করা হয়। তার পর রাজ্যের মানুষ কম দামে চাল পাচ্ছেন। আর দিদি বলছেন, চালটা তিনি দিচ্ছেন!

• বাংলার গ্রামে গ্রামে শিল্প তৈরি হয়েছে। কী শিল্প? বোমা বানানোর শিল্প।

• এক সময় রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতেন যে বিরোধী নেত্রী, তাঁর হাবভাব এখন শাহেনশার মতো।

• সারদা কাণ্ড থেকে নারদ কাণ্ড, এই পরিবর্তন চেয়েছিলেন? ক্যামেরার সামনে টাকা নিয়েছেন তৃণমূল নেতারা। নোটের বান্ডিল নিচ্ছেন ওঁরা। এই টাকা কার টাকা? জনগণের টাকা লুঠে নিয়েছে তৃণমূল।

• এক সময় গোটা দেশের শিল্পের রাজধানী ছিল বাংলা। কমিউনিস্টরা শিল্পের কোমর ভেঙে দিল। তৃণমূল শিল্পকে সমাধি দিল।

• পাঁচ বছর আগে শুনতাম পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন। পরিবর্তন এল। কিন্তু বাংলায় নয়। পরিবর্তন এল দিদির স্বভাবে। পরিবর্তন এল দিদির উদ্দেশ্যে। পরিবর্তন এল দিদির কার্যশৈলীতে।

• আপনাদের ভবিষ্যতকে যারা শেষ করে দিয়েছে, তাদের আবার আনবেন? এ বার আর পিছন দিকে ফিরে দেখবেন না।

• কংগ্রেস আর কমিউনিস্ট পার্টি বাঙালিকে বোকা বানাতে চেয়েছে। কেরলে কুস্তি, বাংলায় দোস্তি।কেরলে একে অপরের মাথা কেটে ফেলার চেষ্টা করছেন। আর বাংলায় পর্দার পিছনে কী হচ্ছে? কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস জবাব দিক। তারা বাঙালির বুদ্ধিকে ছোট করছে।বাঙলিকে অপমান করছে।

• মা সরস্বতীর কৃপা সবচেয়ে বেশি বাংলায়। জ্ঞান, বুদ্ধি, তর্ক, তত্ত্বজ্ঞান সবচেয়ে বেশি এই বাংলায়। বাঙালির বুদ্ধি নিয়ে কেউ প্রশ্ন তোলে না। প্রশ্ন তুললে সেটা বাঙালির অপমান।

• খড়গপুরের জনসভা থেকে পশ্চিমবঙ্গের মানুষকে আমি একটা ভরসা দিতে এসেছি। আপনাদের ৪০ বছর ধ্বংস হয়ে গিয়েছে। এ বার আমাকে একটা সুযোগ দিন। ধ্বংসস্তুপ থেকে বের করে আনব বাংলাকে।

• ভেবেছিলাম, ৩৪ বছরের কুশাসন শেষ হবে। কিন্তু ৩৪ বছরে যতটা সর্বনাশ হয়েছিল, গত পাঁচ বছরেই ততটা সর্বনাশ হয়ে গিয়েছে।

• কোথা থেকে এখানে চলে এলাম আমরা। সর্বনাশের এমন নজির ভারতের আর কোনও রাজ্যই দেখেনি।

• এক সময় ছিল, যখন বাংলা যা ভাবত, গোটা বারতকে সেই পথেই চলতে হত। একটা সময় ছিল, যখন বাংলা ভারতকে চালাতো।

• বাংলায় বললেন, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি এই প্রথম খড়গপুরে এসেছি। আর আপনাদের ভালবাসা দেখে খুবই ভাল লাগছে।

• বাংলায় ভাষণ শুরু করলেন মোদী।

• ৫টা ২৩-এ ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দী।

• বিকেল সওয়া পাঁচটায় খড়্গপুরে পৌঁছলেন প্রধানমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE