Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কক্ষত্যাগ অমিতের

পণ্য ও পরিষেবা কর সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন। কিন্তু অর্থ মন্ত্রকের প্রাক-বাজেট বৈঠক ছেড়ে বেরিয়ে এসে নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ০৩:২০
Share: Save:

পণ্য ও পরিষেবা কর সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন। কিন্তু অর্থ মন্ত্রকের প্রাক-বাজেট বৈঠক ছেড়ে বেরিয়ে এসে নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

আজ দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির উপস্থিতিতে প্রাক বাজেট বৈঠকে অমিতবাবু অভিযোগ আনেন, ‘‘দেশে আর্থিক জরুরি অবস্থা চলছে। এই পরিস্থিতিতে বাজেট নিয়ে বৈঠক করা অর্থহীন।’’

শুরু থেকেই নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব তৃণমূল। দলের সাংসদেরা আজ দিল্লিতে যখন প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে ব্যস্ত, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে প্রতিবাদ জানাতে প্রাক-বাজেট বৈঠককেই বেছে নেন অমিতবাবু। পরিসংখ্যান তুলে ধরে বলেন, নোট বাতিলের সিদ্ধান্তের জেরে রাজস্ব কমেছে ১.২৬ লক্ষ কোটি টাকা। নগদের অভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ কাজ হারিয়ে ঘরে ফিরে আসছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Mitra demonetisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE