Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ছ’জেলায় ময়না মডেলে মাছ চাষ

গত জুলাইয়ে পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ময়না ব্লকে মাছ চাষের বিস্তারিত তথ্য জেনে খুব খুশি হন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মেহবুব কাদের চৌধুরী
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ০৩:১৭
Share: Save:

অন্ধ্রপ্রদেশের অনুকরণে বছর পাঁচেক আগেই মাছ চাষ শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের জমিতে। এ বার রাজ্যে মাছের উৎপাদন বাড়াতে ময়না-মডেলের অনুকরণে ছ’জেলায় জলা জমিতে মাছের ভেড়ি তৈরি করবে মৎস্য দফতর। মালদহ, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে এ ভাবেই মাছ চাষ করা হবে।

গত জুলাইয়ে পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ময়না ব্লকে মাছ চাষের বিস্তারিত তথ্য জেনে খুব খুশি হন। তিনি ময়নাকে মডেল করে রাজ্যের অন্যান্য জেলায় যাতে মাছ চাষ করা যায় সে বিষয়ে মৎস্য দফতরকে নজর দিতে বলেন। রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে বাস্তবায়িত করতে আমরা প্রাথমিক ভাবে ছ’জেলাকে বেছে নিয়েছি। আগামী দিনে বাকি জেলাগুলিতেও মাছ চাষ শুরু হবে। যে সমস্ত মাছ চাষি দশ মেট্রিক টন বা তার বেশি মাছ চাষ করবেন তাঁদের বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হবে।’’

মৎস্য দফতর সূত্রের খবর, প্রতি বছর অন্ধ্রপ্রদেশ, ওডিশা, মধ্যপ্রদেশ থেকে প্রায় দেড় লক্ষ মেট্রিক টন মাছ এ রাজ্যে আসে। এর মধ্যে কেবল আশি হাজার মেট্রিক টনই আসে অন্ধ্রপ্রদেশ থেকে। অন্ধ্রপ্রদেশে বিশাল জলা জমি জুড়ে মাছ চাষ করে ওখানকার চাষিরা লাভবান হয়েছেন। ময়নায় প্রায় ছ’হাজার হেক্টর ভেড়ি বা জলাজমি জুড়ে রুই, কাতলা, মৃগেল মাছ চাষ শুরু করেছেন প্রায় এক লক্ষ চাষি। একেকটি ভেড়ি ২০০-৪৫০ একর জায়গা জুড়ে রয়েছে। রাজ্য মৎস্য দফতরের যুগ্ম অধিকর্তা (সদর) উত্তম পাঁজা বলেন, ‘‘ওই ছ’জেলায় পঁচাত্তর হেক্টর জলা জমিতে পাইলট প্রকল্প শুরু হবে।’’

ছ’জেলায় এই প্রকল্প বাস্তবায়িত করতে টেন্ডার প্রক্রিয়ার কাজ শেষ হয়ে গিয়েছে বলে মৎস্য দফতর সূত্রের খবর। মাছের খাবার কেনার জন্য ৩ কোটি ৬০ লক্ষ টাকা ও মাছের চারা কেনার জন্য ২ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মন্ত্রীর দাবি, ছ’জেলায় মাছ চাষের পুরো প্রকল্প বাবদ খরচ হবে প্রায় ছ’কোটি টাকা।

মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, ময়না ব্লকের যে সমস্ত ভেড়িতে মাছ চাষ হচ্ছে আগে সেগুলি কৃষি জমি ছিল। কিন্তু বন্যার ফলে কৃষি জমিতে ফসল ফলিয়ে লাভ না হওয়ায় এলাকার চাষিরা মাছ চাষ শুরু করেন। ২০১১ সালে সরকার পরিবর্তনের পর স্থানীয় ময়না ব্লক প্রশাসনের তরফে ওই সমস্ত এলাকার চাষিদের মাছ চাষে উৎসাহ দেওয়া হয়। বন্যার জল যাতে ভেড়িতে ঢুকতে না পারে তার জন্য প্রশাসনের তরফে চারপাশে পরিখা তৈরি করা হয়েছে। ময়না ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক অভিষেক দাসের দাবি, এখানে এখন বছরে প্রতি হেক্টরে ছ’টন মাছ চাষ হয়। প্রায় ৩৬ হাজার টন মাছ শুধু ময়না থেকেই রাজ্যের বিভিন্ন জেলা ও বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE