Advertisement
২৫ এপ্রিল ২০২৪
West Bengal General Assembly Election 2021

‘ভূতুড়ে’ ভোটার বাদ দিতে হুঁশিয়ারি বামেদের

ভোটার তালিকা থেকে ‘অস্তিত্বহীন’ ব্যক্তিদের নাম বাদ দেওয়ার দাবি নিয়ে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে বিক্ষোভ-সভা করে বামফ্রন্ট ও সহযোগী দলগুলি।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ০৩:২১
Share: Save:

বিধানসভা ভোটের আগে তালিকা থেকে ‘ভূতুড়ে ভোটার’দের নাম বাদ দেওয়ার দাবিতে সুর চড়াল বামেরা। অবিলম্বে ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ না দেওয়া হলে জেলায় জেলায় প্রশাসনিক দফতর ঘেরাও হবে এবং তাঁরা রাস্তায় বসে পড়বেন বলে হুঁশিয়ারি দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

ভোটার তালিকা থেকে ‘অস্তিত্বহীন’ ব্যক্তিদের নাম বাদ দেওয়ার দাবি নিয়ে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে বিক্ষোভ-সভা করে বামফ্রন্ট ও সহযোগী দলগুলি। নমুনা হিসেবে রাজ্যের ৯টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় থাকা এমন চার হাজারের বেশি নামের হিসেব সিইও-র কাছে জমা দেন বিমানবাবু ও বাম নেতারা। কমিশন সূত্রে বলা হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। বিমানবাবুরা বলেছেন, সংশোধনের উদ্যোগ না দেখা গেলে তাঁরা প্রতিবাদের মাত্রা বাড়াবেন।

বিক্ষোভ-সভায় বিমানবাবু বলেন, বিভিন্ন কেন্দ্রের বহু বুথেই ভোটার তালিকায় মৃত বা এলাকা ছেড়ে চলে গিয়েছেন, এমন অনেক ব্যক্তির নাম দেখা যাচ্ছে। আপত্তি জানালে বিএলআরও অনেক ক্ষেত্রে তা গ্রাহ্য করছেন না বলে তাঁদের অভিযোগ। বিমানবাবু বলেন, ‘‘প্রতিকার না হলে জেলাশাসক বা অন্যান্য প্রশাসনিক দফতরে প্রতিবাদ হবে। প্রয়োজন হলে আমরা রাস্তায় বসে পড়ব। ভুয়ো ভোটার রেখে ভোট হতে পারে না!’’ সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, কেন্দ্র ও রাজ্যের শাসক দল নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। অথচ ভোটার তালিকার মতো বিষয়ে গুরুতর ত্রুটি থেকে যাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE