করোনা স্ফীতির আবহে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য সোমবার থেকেই অনলাইন ক্লাস চালু করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। একইসঙ্গে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পড়ুয়াদেক জন্যও টেলিফোনিক ক্লাস ফিরিয়ে আনল তারা। দূরভাষে শিক্ষার এই ব্যবস্থাও চালু হয়ে গিয়েছে সোমবার অর্থাৎ ১৭ জানুয়ারি থেকেই। দূরভাষ শিক্ষায় রবিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলিতে একটি টোল ফ্রি নম্বরে ফোন করে অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গে কথা বলে পড়া বুঝে নিতে পারবে ছাত্র-ছাত্রীরা। অনলাইন ক্লাসের পঠন পাঠন অবশ্য আগের মতোই চলবে।