Advertisement
০৬ মে ২০২৪

চোরা শিকার রুখতে সংস্থা গড়ল রাজ্য

চোরাশিকার এবং প্রাণী-পাচার রুখতে বন দফতরের উদ্যোগে ‘ক্রাইম কন্ট্রোল ব্যুরো’ গড়ল রাজ্য সরকার। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের অধীনে ইতিমধ্যেই এই ধরনের একটি সংস্থা গড়ে তোলা হয়েছে। তবে দেশের কোনও রাজ্য সরকারের উদ্যোগে চোরাশিকার রুখতে এই ধরনের সংস্থা এই প্রথম।

নিজস্ব সংবাদদাতা শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০২:৫৪
Share: Save:

চোরাশিকার এবং প্রাণী-পাচার রুখতে বন দফতরের উদ্যোগে ‘ক্রাইম কন্ট্রোল ব্যুরো’ গড়ল রাজ্য সরকার। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের অধীনে ইতিমধ্যেই এই ধরনের একটি সংস্থা গড়ে তোলা হয়েছে। তবে দেশের কোনও রাজ্য সরকারের উদ্যোগে চোরাশিকার রুখতে এই ধরনের সংস্থা এই প্রথম। শুক্রবার বিকাশ ভবনের বৈঠকে বন দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে কেন্দ্রীয় বন মন্ত্রকের কর্তারাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন এসএসবি, বিএসএফ, উপকূলরক্ষী বাহিনী, শুল্ক দফতর, কলকাতা বন্দর কর্তৃপক্ষ, রেল এবং রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি-র শীর্ষকর্তারাও। বন দফতরের প্রধান মুখ্য বনপাল আজম জাইদি বলেন, ‘‘কেন্দ্র রাজ্যের ওই সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখেই কাজ করবে বন দফতরের ‘ক্রাইম কন্ট্রোল ব্যুরো’। আন্তর্জাতিক সীমান্ত ঘেরা এ রাজ্যে কলকাতা এবং শিলিগুড়িতে ওই সংস্থার দু’টি দফতর হবে বলে জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE