Advertisement
E-Paper

দেশের মধ্যে নারী ও শিশু পাচারের সংখ্যা সর্বাধিক পশ্চিমবঙ্গে!

পশ্চিমবঙ্গে শিশু পাচার কাণ্ডে বিজেপির নাম জড়ানো নিয়ে বিতর্ক এমনিতেই তুঙ্গে। এই আবহেই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান হাজির করে কেন্দ্রের দাবি, গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে নারী ও শিশু পাচারের সংখ্যা সর্বাধিক।

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০৩:১৪

পশ্চিমবঙ্গে শিশু পাচার কাণ্ডে বিজেপির নাম জড়ানো নিয়ে বিতর্ক এমনিতেই তুঙ্গে। এই আবহেই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান হাজির করে কেন্দ্রের দাবি, গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে নারী ও শিশু পাচারের সংখ্যা সর্বাধিক।

রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী কৃষ্ণা রাজ জানান, ২০১৫-১৬ সালে পশ্চিমবঙ্গ নারী ও শিশু পাচারে পয়লা নম্বরে ছিল। ২০১৫ সালে নারী পাচার হয়েছে ২০৬৪। পরের বছর ৩৫৫৯। শিশু পাচার ২০১৫ সালে ছিল ১৭৯২, ২০১৬-তে ৩১১৩। এই দেখে বিজেপি নেতারা এখন বলছেন, এই পরিসংখ্যানের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলবেন না, গোটাটাই বিজেপির কারসাজি। রাজ্য সরকারের যদিও দাবি, এখন আগের থেকে অনেক বেশি এফআইআর হয়। তাতেই অপরাধের সংখ্যা আপাত ভাবে বেশি মনে হচ্ছে।

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘‘রাজ্যে মহিলা পাচার কমেছে, ধরপাকড় বেড়েছে। আগে এটাই হতো না। এই পরিসংখ্যান মানি না।’’ তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়ানও দাবি করলেন, ‘‘কেন্দ্র নিজের মতো পরিসংখ্যান তৈরি করেছে। রাজ্যের কাছ থেকে নথি নেয়নি। শিশু পাচারে তো বিজেপির নামই জড়িয়েছে!’’ রাজ্যের নারী, শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা অবশ্য মন্তব্য করেননি।

আরও পড়ুন: আবার প্যাঁচে অ্যাপোলো, রোগী মৃত্যুতে নেয়নি ব্যবস্থা

তবে নবান্ন সূত্রে বলা হচ্ছে, সরকার আগের চেয়ে অনেক সতর্ক। সব অপরাধ নথিভুক্ত হয় বলেই সংখ্যাটা বেশি দেখাচ্ছে। জবাবে কেন্দ্রীয় মন্ত্রকের এক কর্তার দাবি, এই যুক্তি তখনই গ্রহণযোগ্য হবে, যদি প্রমাণ হয় যে অন্য রাজ্যে অপরাধ নথিভুক্তিকরণের হার কম।

The National Crime Records Bureau Child Trafficking Girl Trafficking
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy