সকালবেলা বেলাগাম ভিড়ের জেরে মদের দোকানে ঝাঁপ পড়লেও, সুরাপায়ীদের স্বস্তি দিয়ে সোমবার বিকেলে ফের খুলল মদের দোকান। রাজ্য আবগারি দফতর সূত্রে খবর, কলকাতা শহরের বেশ কয়েকটি দোকানকে চিহ্নিত করা হয়েছে। সেগুলি ফের বিকেল ৩টে থেকে খোলার সম্মতি দেওয়া হয়। এ দিন বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই দোকানগুলি খোলা থাকবে।
এ দিন মদের দোকান খোলার ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, কনটেনমেন্ট জোনের বাইরে সমস্ত জায়গায় ‘স্ট্যান্ড অ্যালোন’ দোকান খোলা যাবে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা থাকবে। সামাজিক দূরত্ব বিধি মেনে মদ বিক্রি করতে হবে। পাশাপাশি কোনও ক্রেতাকে দু’বোতলের বেশি মদ বিক্রি করা যাবে না।
সূত্রের খবর, এ দিন সকালে মদের দোকান খোলার আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দোকানের সামনে ব্যাপক ভিড় হয়। শিকেয় ওঠে সামাজিক দূরত্ববিধি। কালীঘাট, হাজরা, ভবানীপুর-সহ শহরের বিভিন্ন জায়গায় পুলিশ ভিড় সামলাতে হিমশিম খায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এই আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় মদের দোকান।