Advertisement
১৯ মে ২০২৪

শহরে শান্তি চান পুত্রহারা পিতা

শহর মানে আসানসোল। ক’দিন ধরেই যা তেতে রয়েছে গোষ্ঠী-সংঘর্ষকে কেন্দ্র করে। বুধবার দুপুর থেকে খোঁজ মিলছিল না আসানসোলের ওই ব্যক্তির দুই ছেলের। রাতে বড় ছেলে ফিরে আসে। তবে সদ্য মাধ্যমিক দেওয়া ছোট ছেলে ফেরেনি। উদ্বেগ ক্রমেই বাড়ছিল পরিবারের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সুশান্ত বণিক
আসানসোল শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৮ ০৩:২৮
Share: Save:

সামনে কিশোর পুত্রের দেহ। শেষকৃত্যে উপস্থিত লোকজনের কাছে আবেদন জানালেন এক মধ্যবয়সি, ‘‘কেন এই মৃত্যু, আমি জানতে চাই না। তোমরা যদি আমাকে ভালবাস, তবে এই মৃত্যু নিয়ে হইচই কোরো না। সবাই শান্তি বজায় রাখো। শহরে আগে শান্তি ফিরুক।’’

শহর মানে আসানসোল। ক’দিন ধরেই যা তেতে রয়েছে গোষ্ঠী-সংঘর্ষকে কেন্দ্র করে। বুধবার দুপুর থেকে খোঁজ মিলছিল না আসানসোলের ওই ব্যক্তির দুই ছেলের। রাতে বড় ছেলে ফিরে আসে। তবে সদ্য মাধ্যমিক দেওয়া ছোট ছেলে ফেরেনি। উদ্বেগ ক্রমেই বাড়ছিল পরিবারের।

বৃহস্পতিবার সকালে এল দুঃসংবাদ। বাবা খবর পেলেন, আসানসোল জেলা হাসপাতালের মর্গে রয়েছে ছোট ছেলের দেহ। ছেলেটির গলায় ধারাল অস্ত্রের দাগ ছিল। দুপুরে প্রায় পাঁচশো লোকের উপস্থিতিতে শেষ কাজ হয়। তখনই সকলের কাছে শহরে দ্রুত শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান।

আসানসোলের মহকুমাশাসক প্রলয় রায়চৌধুরীর কথায়, ‘‘ছেলে হারানোর কী কষ্ট, তা আমরা বুঝি। কিন্তু সেই শোকের মধ্যেও এই মানুষটি যে অনুরোধ করেছেন, তা সকলেরই মেনে চলা উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dead Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE