Advertisement
০৬ মে ২০২৪
State News

হাফপ্যান্ট বিতর্কে পুরনো কাসুন্দি!

প্রশ্ন উঠছে, পোশাক-বিতর্কের জেরে যদি প্রশিক্ষণ বন্ধ না-হয়ে থাকে, তা হলে এ দিনও তা চালু করা গেল না কেন? কেনই বা ছেলেমেয়েদের নিয়ে অভিভাবকেরা আর ক্লাবে আসতে চাইছেন না? জবাব মিলছে না।

বন্ধ: টেবিল টেনিসের ফাঁকা বোর্ড। ছবি: দীপঙ্কর মজুমদার

বন্ধ: টেবিল টেনিসের ফাঁকা বোর্ড। ছবি: দীপঙ্কর মজুমদার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০১৮ ০২:৩৯
Share: Save:

পোশাক-বিতর্কের জেরে হাওড়ার বাজেশিবপুরের বন্ধ হয়ে যাওয়া টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্র শুক্রবারেও চালু হয়নি। কবে ফের চালু হবে, তা-ও স্পষ্ট নয়। এর মধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ক্লাবের কাজিয়া। ক্লাবের দরজায় একটি নোটিস ঝুলিয়ে দিয়ে বলা হয়েছে, পোশাক নিয়ে বিতর্কের বিষয়টি মিথ্যা। একটি পুরনো ঘটনা ধামাচাপা দিতে ক্লাবেরই কিছু সদস্য এবং প্রশিক্ষকেরা প্রশিক্ষণ বন্ধ করে দিয়ে পোশাক-বিধির ‘গল্প’ রটাচ্ছেন।

প্রশ্ন উঠছে, পোশাক-বিতর্কের জেরে যদি প্রশিক্ষণ বন্ধ না-হয়ে থাকে, তা হলে এ দিনও তা চালু করা গেল না কেন? কেনই বা ছেলেমেয়েদের নিয়ে অভিভাবকেরা আর ক্লাবে আসতে চাইছেন না? জবাব মিলছে না। বৃহস্পতিবার ওই ক্লাবের সদস্যেরা অভিযোগ করেন, বুধবার সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় ১০-১৫ জন মহিলা ক্লাবের মধ্যে ঢুকে মেয়েরা কেন হাফপ্যান্ট ও টি-শার্ট পরে প্রশিক্ষণ নিচ্ছে, সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের জেরে অভিভাবকেরা ছেলেমেয়েদের নিয়ে ফিরে যান। বন্ধ করে দেওয়া হয় তিন বছর ধরে চলা টেবিল টেনিস
প্রশিক্ষণ শিবির।

মেয়েদের হাফপ্যান্ট নিয়ে বিতর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পরেই এ দিন ক্লাব সম্পাদক দেবাশিস নন্দের সই করা একটি কাগজ ওই ক্লাবের গেটে সেঁটে দেওয়া হয়। তাতে অভিযোগ করা হয়েছে, ক্লাবের এক প্রবীণ সদস্যকে মঙ্গলবার ক্লাবে ঢুকতে বাধা দেন ও প্রাণনাশের হুমকি দেন ক্লাবেরই সদস্য ইন্দ্রনাথ পাল। সেই ঘটনার প্রতিবাদেই বুধবার কিছু সদস্য-সদস্যা ক্লাবে এসেছিলেন। কিন্তু মেয়েদের পোশাক নিয়ে তাঁদের কেউই কিছু বলেননি।

ক্লাব সম্পাদকের ওই বক্তব্যের সঙ্গে অভিভাবকেরা সহমত নন। ইন্দ্রনাথবাবুও অভিযোগ অস্বীকার করেছেন। এ দিন তিনি বলেন, ‘‘আসলে পোশাক-বিতর্ক চাপা দিতে এ-সব বলা হচ্ছে।’’ অনিন্দিতা দেব নামে এক অভিভাবিকা বলেন, ‘‘বুধবার সন্ধ্যায় সব ছেলেমেয়ে ও অভিভাবকের সামনে পোশাক নিয়ে নানা কুরুচিকর ও অশ্লীল মন্তব্য করা হয়েছিল। এর আগেও ছেলেমেয়ের যৌথ ক্লাস নিয়ে ক্লাবে ঢুকে অশ্লীল কথা বলেছিলেন কিছু সদস্য।’’

প্রশিক্ষণ কেন্দ্র কি খুলবে না?

ক্লাবের সম্পাদক বলেন, ‘‘মেয়েরা হাফপ্যান্ট পরে প্রশিক্ষণ নিতে পারবে না, এমন কোনও সিদ্ধান্ত ক্লাব কমিটি নেয়নি। তিন দিনের মধ্যে ক্লাবের নির্বাচিত প্রশিক্ষকেরা ক্লাস করাতে রাজি না-হলে আমরা নতুন প্রশিক্ষক দিয়ে ফের ক্লাস শুরু করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Controversy Dress Table Tennis Players Club
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE