Advertisement
২৩ এপ্রিল ২০২৪

জলবায়ুর জটেই গ্রামে স্বাস্থ্যহানি

কলকাতায় জনস্বাস্থ্য সংক্রান্ত একটি কর্মশালায় নানা তথ্যচিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা হল, গ্রামে কী ভাবে এবং কতটা অবনতি হচ্ছে জনস্বাস্থ্যের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ০৩:৩০
Share: Save:

পরিশ্রম কমিয়ে দেওয়ায় গ্রামের মানুষের শারীরিক সক্ষমতা কমছে। তার সঙ্গে যোগ হয়েছে খাদ্যাভ্যাস বদল। সেই সঙ্গে আছে খোলা মাঠে শৌচকর্ম, পুকুরের জল পানের মতো খারাপ অভ্যাস। সর্বোপরি জলবায়ুর পরিবর্তন। সব মিলিয়েই গ্রামের জনস্বাস্থ্যে জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে বিশেষজ্ঞদের অভিমত।

কলকাতায় জনস্বাস্থ্য সংক্রান্ত একটি কর্মশালায় নানা তথ্যচিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা হল, গ্রামে কী ভাবে এবং কতটা অবনতি হচ্ছে জনস্বাস্থ্যের। গ্রামবাসীদের স্বাস্থ্য নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা ছাড়াও চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পরিবেশবিদেরা ওই কর্মশালায় জনস্বাস্থ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এ বার পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশেই বাড়তি গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে। কঠিন আবহাওয়ার এই পরিস্থিতিতে জনস্বাস্থ্যের অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা। তাঁদের মতে, যে-ভাবে জলবায়ুর পরিবর্তন ঘটছে, তাতে এখনই জনস্বাস্থ্যে নজর না-দিলে বিপদ বা়ড়তে পারে। জনস্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা কী ভাবে বাড়ানো যায়, সেই প্রসঙ্গও ওঠে কর্মশালায়। বক্তাদের অভিমত, প্রতিটি মানুষকে আগে নিজের স্বাস্থ্য সম্পর্কে ওয়াকিবহাল করে তুলতে হবে। লিভার ফাউন্ডেশন আয়োজিত জনস্বাস্থ্য সংক্রান্ত আলোচনাচক্রে বক্তাদের আক্ষেপ, পরিবেশ দ্রুত বদলাচ্ছে জেনেও এ দেশের জনস্বাস্থ্যে তার প্রভাব কী হতে পারে, সেই বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না।

জলবায়ু বদল নিয়ে গোটা বিশ্বেই আলোচনা চলছে। বদলাচ্ছে পরজীবীদের ধরনও। জনস্বাস্থ্যে নজর না-দিলে নানান সংক্রামক রোগের প্রকোপও বা়ড়তে পারে। যকৃতের রোগের বিশেষজ্ঞ চিকিৎসক অভিজিৎ চৌধুরীর মতে, ‘‘রোগ হলে তা সারানোর চেয়ে প্রতিরোধ অনেক বেশি জরুরি। উপযুক্ত জনস্বাস্থ্য পরিকল্পনা সেটা করতে পারে।’’

জনস্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন, গ্রীষ্ম ও বর্ষার চরিত্র বদলাচ্ছে। ফলে নানা ক্ষেত্রে জল এবং অন্যান্য দূষণ বা়ড়ছে। তাই নিকাশি ও জল শোধনে নজর না-দিলে কলেরা, উদরাময়ের মতো রোগ বাড়বে। বর্ষার জল জমে থাকলে মশার বংশবৃদ্ধি হবে। এ ক্ষেত্রে সরকার এবং আমজনতা, দু’পক্ষকেই সতর্ক হতে হবে। প্রশ্ন উঠছে, জনস্বাস্থ্য নিয়ে আমজনতা কি সচেতন? ‘‘বেশির ভাগ ক্ষেত্রেই নয়। গ্রামাঞ্চলে হাতে টাকা পেলে অনেকে এখনও শৌচাগার না-গড়ে মোটরসাইকেল, মোবাইল ফোন কেনে। জীবনযাত্রার ধরন বদলে যাওয়ায় কায়িক পরিশ্রম কমছে। মানুষ বেশি করে যন্ত্রনির্ভর হয়ে পড়ছে,’’ বলেন অভিজিৎবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

weather change Impairment of health village
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE