Advertisement
E-Paper

বিশ্বভারতীতে এক মঞ্চে মোদী-মমতা

দলীয় নেতা হিসেবে নরেন্দ্র মোদী পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ খুলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন, ২৫ মে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে আসুন। প্রধানমন্ত্রীর সচিবালয় বিদেশ মন্ত্রক মারফত মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাছে এ ব্যাপারে অনুরোধ জানিয়েছে।

জয়ন্ত ঘোষাল

শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ০৪:৪২

দলীয় নেতা হিসেবে নরেন্দ্র মোদী পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ খুলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন, ২৫ মে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে আসুন। প্রধানমন্ত্রীর সচিবালয় বিদেশ মন্ত্রক মারফত মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাছে এ ব্যাপারে অনুরোধ জানিয়েছে। মমতাও ওই অনুষ্ঠানে যেতে রাজি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুষ্ঠানে যোগ দিতে শান্তিনিকেতনে আসছেন। সে দিন মোদী, হাসিনা ও মমতার মধ্যে কথা হবে। এরই মধ্যে রাষ্ট্রপতি ভবন থেকে আজই জানানো হয়েছে, নরেন্দ্র মোদীকে আগামী তিন বছরের জন্য বিশ্বভারতীর আচার্য হিসেবে নিযুক্ত করা হল।

২৫ তারিখ বিশ্বভারতীতে দুটি অনুষ্ঠান। সকাল দশটায় সমাবর্তন। মঞ্চে প্রধানমন্ত্রী ছাড়াও থাকবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, শেখ হাসিনা ও বাংলাদেশের দুই মন্ত্রী। বক্তৃতা দেবেন শুধু দুই প্রধানমন্ত্রী। এর পর মোদী, হাসিনা যাবেন শান্তিনিকেতনের নবনির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে। ভবনটি নির্মাণ করতে ৩৫ কোটি টাকা খরচ করছে বাংলাদেশ সরকার। দুটি অনুষ্ঠানেই যাতে মমতা থাকেন, সেই চেষ্টা চলছে। বাংলাদেশ ভবনে ওই দিন মধ্যাহ্নভোজের আয়োজন করা হচ্ছে। সেখানে মোদী, মমতা ও হাসিনার থাকার কথা।

হাসিনা আসলে মোদী ও মমতাকে নিয়ে একসঙ্গে বসতে চান। ডিসেম্বরে বাংলাদেশের ভোট। তার আগে এই বৈঠক হাসিনা সরকারের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বভারতীর অনুষ্ঠানের পরে মোদীর কলকাতায় আসার কথা।

Narendra Modi Mamata Banerjee Sheikh Hasina Visva Bharati নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনা বিশ্বভারতী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy