Advertisement
০৪ মে ২০২৪

মনোনয়নে গোলমাল, পুলিশের দেখা নেই

আট দিনের মনোনয়ন পর্বের দু’দিন কেটে গিয়েছে। তাতেই রক্তাক্ত হয়েছে বাংলা। বিরোধীদের অভিযোগ, শাসক দলের ঠ্যাঙাড়ে বাহিনীর হাতে মার খেয়ে মনোনয়ন পত্রই তুলতে পারেননি অধিকাংশ প্রার্থী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০৪:৩০
Share: Save:

আট দিনের মনোনয়ন পর্বের দু’দিন কেটে গিয়েছে। তাতেই রক্তাক্ত হয়েছে বাংলা। বিরোধীদের অভিযোগ, শাসক দলের ঠ্যাঙাড়ে বাহিনীর হাতে মার খেয়ে মনোনয়ন পত্রই তুলতে পারেননি অধিকাংশ প্রার্থী। বীরভূমে পুলিশ সুপারের অফিসের সামনেই ছুরি মারা হয়েছে বিজেপি নেতাকে। কালিয়াচকে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বে প্রাণ গিয়েছে এক কর্মীর। কিন্তু কোথাও পুলিশের দেখা মেলেনি।

পঞ্চায়েত ভোট পরিচালনা করা অফিসারদের বক্তব্য, মনোনয়ন শুরু হলে ব্লক অফিসে সশস্ত্র পুলিশের বড়সড় দল থাকাই দস্তুর। কিন্তু এখনও পর্যন্ত পুলিশকে দেখা যায়নি। এ নিয়ে রাজ্য পুলিশের এ়ডিজি(আইন-শৃঙ্খলা) অনুজ শর্মা বলেন, ‘‘সরকার চায় শান্তিতে মনোনয়ন পর্ব মিটুক। কোথাও যাতে অশান্তি না হয়, তা পুলিশ সুপারদের দেখতে বলা হয়েছে।’’

আইন-শৃঙ্খলার প্রশ্নে মঙ্গলবারও রাজ্য নির্বাচন কমিশনে দরবার করতে গিয়েছিলেন বিভিন্ন দলের নেতারা। টিভিতে মনোনয়নের ছবি দেখে কমিশনারও কয়েকটি জেলায় ফোন করেন। রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে চিঠি লিখেও কমিশনার এর বিহিত চেয়েছেন।

আরও পড়ুন:
মনোনয়নে অস্ত্রের খোঁচা, জখম বিজেপি নেতা
প্রতিরোধ জোট বেঁধে, সঙ্কেত বিরোধী ঘরে

ব্লক অফিসে মনোনয়ন জমা দেওয়া না গেলে প্রয়োজনে এসডিও অফিসে তা নেওয়ার কথা আগেই বলেছিলেন কমিশনার। সেই প্রথা মেনে জেলাগুলিকে ব্যবস্থা নিতে বলেছেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার মেয়াদ এক দিন বাড়াতে পারেন কমিশনার। সে জন্য জেলাশাসকদের থেকে রিপোর্ট চাওয়া হতে পারে বলেও কমিশন সূত্রে জানা গিয়েছে।

কমিশন সূত্রের খবর, এখনও পর্যন্ত মনোনয়ন পত্র তোলার জন্য মূলত বিরোধী দলের সদস্যরাই এসেছেন। শাসক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন শেষ তিন দিন। কমিশনের এক কর্তার কথায়, সে সময় নিজেদের মধ্যে লাগামছাড়া গোলমাল হতে পারে। রাজ্য পুলিশের এক কর্তার মতে, আজ, বুধবার থেকেই পুলিশ মনোনয়নে হামলা ঠেকাতে আক্রমণাত্মক ভূমিকা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে। প্রশাসনের শীর্ষমহল কিন্তু অশান্তি চাইছে না। ফলে পুলিশকে সক্রিয় হতেই হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE