Advertisement
E-Paper

প্রশ্ন জমছে, কিন্তু দেখা নেই রাজ্য নির্বাচন কমিশনারের

কথা ছিল, আজ, সোমবার সাংবাদিকদের মুখোমুখি হবেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংহ। রবিবার দফতর থেকে বার হওয়ার সময়ে তেমনই জানিয়েছিলেন তিনি। কিন্তু এদিন সাংবাদিকদের সঙ্গে দেখা করলেন না কমিশনার। ফলে সমস্ত প্রশ্নের উত্তর অধরাই থাকল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০১৮ ০৪:৩৯
রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ।

রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ।

কথা ছিল, আজ, সোমবার সাংবাদিকদের মুখোমুখি হবেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংহ। রবিবার দফতর থেকে বার হওয়ার সময়ে তেমনই জানিয়েছিলেন তিনি। কিন্তু এদিন সাংবাদিকদের সঙ্গে দেখা করলেন না কমিশনার। ফলে সমস্ত প্রশ্নের উত্তর অধরাই থাকল।

কমিশনারের কাছে প্রশ্ন ছিল অনেক। যেমন, প্রথমত, ভোটের দিনে অশান্তির ফলে ক’জনের মৃত্যু হল, তার দায় কার? দ্বিতীয়ত, নিরাপত্তা নিয়ে কমিশন সন্তুষ্ট? তৃতীয়ত, প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুর কারণ কী? চতুর্থত, ভোটের দিনের তুলনায় পুনর্নির্বাচনের নিরাপত্তা বন্দোবস্তে খুশি কমিশন? পঞ্চমত, ভোটের দিনের থেকে গণনাকেন্দ্রের পরিস্থিতি কি ‘ভয়াবহ’ ছিল? সেই কারণেই এভাবেই বিভিন্ন জায়গা থেকে ব্যালট পেপার উদ্ধার হয়ে চলেছে? ষষ্ঠত, নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী এলে অশান্তি কমত? সপ্তমত, ভোট পর্বে পুলিশ-প্রশাসনকে একাধিক নির্দেশ দিয়েছিলেন কমিশনার। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সেই নির্দেশকে মান্যতা দেননি পুলিশ-প্রশাসনের কর্তারা। তা মানা হলে অশান্তিতে খানিকটা লাগাম পড়ত বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। অষ্টমত, ভোট পর্বে ক’জনের মৃত্যু হয়েছে, তার কোনও তথ্য কি কমিশনের কাছে আছে?

ভোটের দিন কমিশনার জানিয়েছিলেন, যা বলার ‘কাল’ বলবেন। আবার পরের দিন বলেছিলেন, এখন ভোট নিয়ে প্রশ্ন করে কী লাভ? পুনর্নির্বাচন নিয়ে কথা বলুন। আবার গণনার রাতে মৃত্যু নিয়ে প্রশ্ন করায় তিনি জানান, এত রাতে মৃত্যু নিয়ে প্রশ্ন করে কী লাভ? আর ভোট পর্বে তাঁর অভিজ্ঞতা কেমন? রবিবার সে প্রশ্নের উত্তরেই কমিশনার জানিয়েছিলেন, সোমবার সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন। কিন্তু দেখা করলেন না। ফলে অনেক প্রশ্নের উত্তর মিলল না।

তবে কমিশন সূত্রে খবর, অমরেন্দ্রকুমার জানিয়েছেন, তিনি খুব দ্রুত সাংবাদিকদের সঙ্গে দেখা করবেন। তবে এখনও পর্যন্ত বহু প্রশ্নের উত্তর নিয়ে কমিশনার ‘প্রস্তুত’ নন। সে কারণেই কয়েক দিন পর সাংবাদিক বৈঠক করতে পারেন।

Amarendra kumar Singh State Election Commissioner West Bengal Panchayat Elections 2018 Media অমরেন্দ্র কুমার সিংহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy