Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জলে ঝাঁপ দিয়ে বৃদ্ধার প্রাণ বাঁচাল দুই কিশোর

শনিবার বিকেলে হাওড়ার উলুবেড়িয়ার কালীবাড়ি ঘাটের এই ঘটনায় ছোটদের উপস্থিত বুদ্ধি এবং সাহসের তারিফ করছেন সকলেই।

ত্রাতা: (বাঁ দিক থেকে) বর্ষা, রোহিত, সুরজিৎ, মেঘা। —নিজস্ব চিত্র।

ত্রাতা: (বাঁ দিক থেকে) বর্ষা, রোহিত, সুরজিৎ, মেঘা। —নিজস্ব চিত্র।

সুব্রত জানা
উলুবেড়িয়া শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৮ ০৩:২৪
Share: Save:

মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে গঙ্গায় নেমেছিলেন ৭৫ বছরের বৃদ্ধা। ভাটার টানে তাঁকে তলিয়ে যেতে দেখে দুই খুদে মেয়ে। বিপদ বুঝে চিৎকার শুরু করে তারা। সঙ্গী দুই কিশোর ছিল পাশেই। তারা জলে ঝাঁপ দিয়ে উদ্ধার করে বৃদ্ধাকে।

শনিবার বিকেলে হাওড়ার উলুবেড়িয়ার কালীবাড়ি ঘাটের এই ঘটনায় ছোটদের উপস্থিত বুদ্ধি এবং সাহসের তারিফ করছেন সকলেই। হাওড়া (গ্রামীণ) জেলার সুপার গৌরব বিশ্বাস বলেন, ‘‘জেলা পুলিশ ওদের পুরস্কার দেবে।’’

শকুন্তলা খাঁ নামে ওই বৃদ্ধা স্বামীর মৃত্যুর পরে বলরামপুরে মেয়ের কাছে থাকেন। জানালেন, এ দিন আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে কালীমন্দিরে পুজো দেবেন ভেবেছিলেন। তার আগে স্নান সারতে গিয়েই পা পিছলে এই বিপত্তি।

পাড়ে বসে খেলছিল মেঘা অধিকারী আর বর্ষা মাদ্রাজি। বর্ষা পড়ে দ্বিতীয় শ্রেণিতে। মেঘার সবে প্রথম শ্রেণি। বৃদ্ধার চিৎকার শুনে তারাও ‘বাঁচাও বাঁচাও’ বলে চেঁচামিচি জুড়ে দেয়। খানিক দূরেই ছিল সুরজিৎ রায় আর রোহিত জানা। তারা পড়ে ষষ্ঠ আর সপ্তম শ্রেণিতে। কালীবাড়ি পাড়াতেই মেঘা বর্ষাদের কাছাকাছি থাকে। চিৎকার শুনে ছেলে দু’টি ছুটে আসে ঘাটে। ঝাঁপিয়ে পড়ে জলে। প্রায় তিনশো মিটার সাঁতরে পাড়ে টেনে আনে শকুন্তলাদেবীকে। কাছেই উলুবেড়িয়া থানা। দুই মেয়ে ততক্ষণে পৌঁছে গিয়েছে সেখানেও। পুলিশ এসে বৃদ্ধাকে নিয়ে যায় থানায়।

মেঘা-বর্ষাদের কথায়, ‘‘দেখলাম ওই দিদা জলে হাবুডুবু খাচ্ছে। ভেসে যাচ্ছে। দাদারা ভাল সাঁতার জানে। তাই ওদের ডাক দিই।’’

দিনের অনেকটা সময় নদীর জলে দাপাদাপি করে কাটে সুরজিৎ, রোহিতদের। সে জন্য বাড়িতে বকুনিও কম খায় না। কিন্তু এ দিন তাদের কীর্তিতে সকলে আপ্লুত। দুই কিশোরের কথায়, ‘‘সাঁতার শেখাটা অ্যাদ্দিনে কাজে এল। জলে নামার জন্য আর কেউ বকবে না নিশ্চয়ই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE