পশ্চিমবঙ্গের সব সিনেমা হলে দিনে অন্তত একটি বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক। সারা বছর ধরেই তা করে যেতে হবে। ‘প্রাইম টাইমে’ অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে বলে নির্দেশিকা জারি করল নবান্ন।
বুধবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, ‘‘রাজ্যের সব সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের সমস্ত স্ক্রিনে ৩৬৫ দিন ধরেই প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে।’’ রাজ্য সরকার জানিয়েছে, প্রাইম টাইম বলতে বোঝায় দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত। অর্থাৎ, ওই সময়ের মধ্যে অন্তত একটি বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক।
১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র আইন মেনে এই নির্দেশিকা জারি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার। নবান্ন স্পষ্ট জানিয়েছে, জারি হওয়ার মুহূর্ত থেকেই এই নির্দেশিকা কার্যকর করতে হবে এবং যত দিন না নতুন কোনও নির্দেশিকা জারি হচ্ছে, তত দিন এটাই কার্যকর থাকবে।
নবান্ন থেকে জারি হওয়া সেই নির্দেশিকা।
সম্প্রতি বাংলা ভাষাও পশ্চিমবঙ্গের রাজনীতির আঙিনায় ঢুকে পড়েছে। রাজনৈতিক আলোচনায় ঢুকে পড়েছে বাঙালি জাতিসত্তার পরিচিতিও। এ নিয়ে শাসকদল তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘাত তুঙ্গে। সেই পরিস্থিতির সঙ্গে এই নির্দেশ সম্পর্কযুক্ত বলেই মনে করছেন অনেকে।
দেশের অন্তত ৫-৭টি রাজ্যে বাংলাভাষীদের উপরে নিগ্রহের অভিযোগে আলোড়ন চলছেই। এ নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী মমতার নির্দেশে ‘ভাষা আন্দোলন’ কর্মসূচিও নিয়েছে তৃণমূল। মমতা বলেছেন, ‘‘বাংলায় প্রতিভা আছে বলে বাংলার মানুষের উপরে অত্যাচার। আমরা এটা মানব না।’’ ভাষা- বিতর্ককে সরাসরি রাজনীতির মাঠে নিয়ে গিয়ে তিনি এ-ও বলেছেন, ‘‘বাঙালি যখন ইংরেজের বিরুদ্ধে লড়াই করছে, তখন তোমরা (বিজেপি) কোথায় ছিলে? ইংরেজের দালালি করছিলে?’’ বাংলা ভাষার পক্ষে আন্দোলনকে আরও বৃহত্তর বৃত্তেও নিয়ে যেতে চেয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী আগেই বলেছেন, ‘‘আমি সমাজের বিদ্বজ্জনেদের অনুরোধ করব, খেলোয়াড় থেকে শুরু করে সবাইকে, আপনারাও পথে নামুন। রাজনৈতিক মঞ্চে করার (প্রতিবাদ) দরকার নেই, আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন এবং বাংলা যে হার মানে না, সেটা বুঝিয়ে দিন।’’
অনেকের মত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে তৃণমূল হাতিয়ার করতে চায় বাংলা ভাষা এবং বাঙালি অস্মিতাকে। তাই প্রতি শনি এবং রবিবার তৃণমূলের সর্ব স্তরের নেতা-কর্মীদের ভাষা আন্দোলনের নামে মিছিল করে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি করতে বলেছেন মমতা। এ বার প্রশাসনিক স্তরেও পদক্ষেপ শুরু হয়েছে। এর আগে কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন দোকান এবং প্রতিষ্ঠানে বাংলায় লেখা সাইনবোর্ড বাধ্যতামূলক করার পথে হাঁটছে পুর কর্তৃপক্ষ। এ বার সমস্ত সিনেমা হলে বাংলা ছবি বাধ্যতামূলক করার কথা বলা হল।