Advertisement
E-Paper

পঞ্চায়েত ভোটে বিদ্যুৎ সংযোগ বজায় রাখতে কর্মী-আধিকারিকদের ছুটি বাতিলের সিদ্ধান্ত বিদ্যুৎ বণ্টন সংস্থার

শনিবার রাজ্যের পঞ্চায়েত ভোট। ওই দিন বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে ও যে কোনও ধরনের বিপর্যয়ের মোকাবিলা করতে কর্মী-অফিসারদের ছুটি বাতিল করে দেওয়া হল।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ১৫:৫৩
পঞ্চায়েত ভোটে বিদ্যুৎ সংযোগ বজায় রাখতে ছুটি বাতিল করা হল।

পঞ্চায়েত ভোটে বিদ্যুৎ সংযোগ বজায় রাখতে ছুটি বাতিল করা হল। —ফাইল চিত্র।

বর্ষার মরসুমে গ্রামীণ বাংলায় ভোট। তাই ভোটের দিনে যাতে বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্ন থাকে, তাই কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করে দিল বিদ্যুৎ বণ্টন সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড (এসইডিসিএল)। আগামী ৮ জুলাই শনিবার রাজ্যের পঞ্চায়েত ভোট। ওই দিন বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে ও যে কোনও ধরনের বিপর্যয়ের মোকাবিলা করতে কর্মী-অফিসারদের ছুটি বাতিল করা হল।

বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে দেওয়া নির্দেশে বলা হয়েছে, রিজিওনাল ম্যানেজার, ডিভিশনাল ম্যানেজার, সহকারী ইঞ্জিনিয়ার, কাস্টমার কেয়ার কেন্দ্র, স্টেশন ম্যানেজাররা ভোটের দু’দিন আগে থেকে কেউ কর্মস্থল ছেড়ে যেতে পারবেন না। ভোটের পরের দিন পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। বিদ্যুৎ বণ্টন সংস্থায় কর্মরত টেকনিশিয়ান এবং কাজের জন্য ভাড়া নেওয়া গাড়িচালকদের সব সময়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

৩৩ কিংবা ১১ কেভি সাবস্টেশনগুলিতে এবং কাস্টমার সার্ভিস সেন্টারে লো-টেনশন এবং হাই-টেনশন মোবাইল ভ্যানগুলিকে সর্বক্ষণের জন্য প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছোট বা বড়, যে কোনও ধরনের সমস্যা দেখা দিলে, দ্রুত সমস্যা সমাধানের সব রকম ব্যবস্থা মজুত রাখতে বলা হয়েছে। এই নির্দেশিকা প্রসঙ্গে বিদ্যুৎ দফতরের এক আধিকারিক বলেন, ‘‘এসইডিসিএল নিজের সর্বশক্তি প্রয়োগ করে ভোটের দিন পরিষেবা দিতে বদ্ধপরিকর। ভোট ছাড়াও নানা আপৎকালীন পরিস্থিতিতে একই অবস্থান নেয় তারা। এ বারও ভোট প্রক্রিয়া যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, তেমন প্রস্তুতিই নেওয়া হয়েছে।’’

West Bengal Panchayat Election 2023 Electriciity Supply West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy