এত দিন সুফল পেয়েছে কেবল বড় বড় হোটেল, রিসর্ট। তা-ও আবার সে সব মূলত শহর ও শহরাঞ্চলের। কিন্তু জঙ্গলমহলের ঝিলিমিলি বা ডুয়ার্সের শালকুমারের মতো প্রত্যন্ত এলাকায় কেউ কম খরচের হোটেল, ইকো রিসর্ট, এমনকী হোম-স্টে করলেও যাতে সেগুলি কয়েকটি ক্ষেত্রে বিশেষ ছাড় ও সহায়তা পায়, সেই লক্ষ্যে পর্যটনে নতুন উৎসাহ নীতি বা ইনসেনটিভ পলিসি আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে পর্যটন শিল্পের প্রসার করতে চেয়েই এই পদক্ষেপ বলে পর্যটন দফতর সূত্রের খবর।
পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, ‘‘এখনও তেমন পরিচিত নয়, সে রকম এলাকায় বাজেট হোটেল, নেচার রিসর্ট, এমনকী হোম-স্টে যাতে উৎসাহ নীতি অনুযায়ী সরকারের বিশেষ ছাড় ও সুযোগ-সুবিধে পায়, মুখ্যমন্ত্রী সেটা চাইছেন। পর্যটনের ক্ষেত্রে নতুন উৎসাহ নীতি দু-তিন মাসের মধ্যে চূড়ান্ত হবে।’’
মন্ত্রী জানান, সরকার খতিয়ে দেখেছে, এত দিন সরকারি সহায়তা ও ছাড়ের সুবিধে যারা পেয়েছে, সেই সব বড় ও বিলাসবহুল হোটেল-রিসর্ট এক রকম মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। অথচ ওই সব শ্রেণিকে পর্যটনের স্বাদ দেওয়াও সরকারের লক্ষ্য। তাই, উৎসাহ নীতি ঢেলে সাজা হচ্ছে।