Advertisement
E-Paper

আজ আসছেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি সারা ঝাড়গ্রামে

আজ, সোমবার বিকেলে তিন দিনের ঝাড়গ্রাম সফরে সড়কপথে আসছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে এসপি অফিসের সভাঘরে ঝাড়গ্রাম জেলা স্তরের প্রশাসনিক বৈঠক করবেন মমতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৭ ০১:২১
উড়ান: আজ, জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঝাড়গ্রামে হেলিকপ্টার মহড়া। নিজস্ব চিত্র

উড়ান: আজ, জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঝাড়গ্রামে হেলিকপ্টার মহড়া। নিজস্ব চিত্র

জেলা গঠন সূচনা করেছিলেন ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে। নতুন জেলা ঝাড়গ্রামে সোমবার তিনদিনের সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি প্রশাসনিক সভাতেও তিনি যোগ দেবেন। মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে রবিবার দিনভর চলল শেষ মুহূর্তের প্রস্তুতি।

আজ, সোমবার বিকেলে তিন দিনের ঝাড়গ্রাম সফরে সড়কপথে আসছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে এসপি অফিসের সভাঘরে ঝাড়গ্রাম জেলা স্তরের প্রশাসনিক বৈঠক করবেন মমতা। ওই দিন বিকেলে ঝাড়গ্রাম স্টেডিয়ামে পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন। বুধবার দুপুরে ঝাড়গ্রাম রাজ কলেজ মাঠে সরকারি জনসভায় ১১৬ কোটি টাকা খরচ করে তৈরি ২০৩ টি প্রকল্পের উদ্বোধন ও প্রায় ২৯৬ কোটি টাকা বরাদ্দের ২৬৫টি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ওই দিন বিকেলে রামকষ্ণ মিশন আশ্রমের প্রস্তাবিত প্রকল্প এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। একলব্য স্কুল পরিদর্শন সেরে হেলিকপ্টারে ফিরে যাবেন। রবিবার ঝাড়গ্রাম শহরের অদূরে পুকুরিয়ার রাজপাড়া মাঠে হেলিকপ্টারের মহড়া হয়।

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে এ বার পুলিশের উদ্যোগে আয়োজিত বিজয়ী সম্মিলনী অনুষ্ঠানে সব স্তরের বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। ডাকা হয়েছে ঝাড়গ্রাম জেলার কয়েকশো ক্লাব, দুর্গাপুজো ও মহরম কমিটি। সেই সঙ্গে এবার ডাক পেয়েছেন কবি, সাহিত্যিক, গবেষক ও সাংস্কৃতিক কর্মীরাও। ঝাড়গ্রাম জেলার পাশাপাশি, পশ্চিম মেদিনীপুরেরও কিছু বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আদিবাসী সমাজের নেতৃত্ব ও বিশিষ্টজনদের পাশাপাশি, এ বার আদিবাসী-মূলবাসী ও সাধারণ কবি সাহিত্যিক সমাজসেবীদের অনেক ‘নতুন মুখ’ আমন্ত্রণ পেয়েছেন। ঝাড়গ্রাম জেলার এক বিশিষ্ট কবি ও লেখক এবার বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ পেয়ে বিস্মিত। ওই লেখকের বক্তব্য, “গত বছর বা আগের বিজয়া সম্মিলনীতে ডাক পাইনি। এ বার পুলিশের মারফত আমন্ত্রণপত্র পেয়েছি। মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন নিশ্চয়ই যাব।” শাসকদলের এক নেতার কথায়, “জঙ্গলমহলের শান্তি অক্ষন্ন রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষেরও সহযোগিতা চান, সেই কারণেই প্রতিটি থানা এলাকা থেকে প্রকৃত গুণিজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।”

পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সফরে নিরাপত্তায় প্রায় সাড়ে সাত হাজার পুলিশ কর্মী থাকবেন। ঝাড়গ্রামের এসপি অভিষেক গুপ্ত বলেন, “বিজয়া সম্মিলনীতে সবস্তরের মানুষজনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সভাস্থলে প্রায় আট হাজার জনের বন্দোবস্ত থাকছে।”

Jhargram Mamata Banerjee মমতা বন্দ্যোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy