Advertisement
E-Paper

‘মেরে ঠ্যাং ভেঙে দেব’, প্রতিবন্ধীদের অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য বাবুল সুপ্রিয়র

বাবুল যখন বলতে ওঠেন, তখন দর্শকদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হচ্ছিল। তাতেই মেজাজ হারান বিজেপির গায়ক সাংসদ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:০৫

ফের বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী।অনুষ্ঠান ছিল বিশেষ ভাবে সক্ষমদের জন্য। সেই অনুষ্ঠানেই এক জনকে বাবুল সুপ্রিয় হুঁশিয়ারি দিয়ে বসলেন, ‘‘ঠ্যাং ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেব।’’ এই মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাবুল। অনুষ্ঠানের ভিডিয়োর ওই অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আক্রমণের ঝড় উঠেছে। যদিও পরে বিজেপির গায়ক সাংসদ সাফাই দিয়েছেন, ‘‘পুরোটাই মজার ছলে কথা হচ্ছিল। তার একটা অংশ কেটে দেখানো হচ্ছে। এতে আমার কিছু বলার নেই।”

মঙ্গলবার নিজের সংসদীয় এলাকা আসানসোলে সামাজিক অধিকর্তা শিবির নামে একটি অনুষ্ঠানে যোগ দেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী বা বিশেষ ভাবে সক্ষমদের জন্য হুইল চেয়ার ও অন্যান্য সামগ্রী বিলির কর্মসূচি ছিল। সেখানে বাবুল যখন বলতে ওঠেন, তখন দর্শকদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হচ্ছিল। তাতেই মেজাজ হারান বিজেপির গায়ক সাংসদ।

বক্তব্যের মধ্যে আচমকাই এক জনকে উদ্দেশ্য করে হিন্দিতে আঙুল উঁচিয়ে বাবুল বলতে শুরু করেন, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‘আপনার কী হল ভাই? কোনও সমস্যা? আপনার একটা ঠ্যাং ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেব।’’ এখানেই শেষ নয়, এরপরেও ওই ব্যক্তিকে দর্শকদের মধ্যে থেকে এক কোণে সরে আসতে বলেন। সেখানে আসার পর তাঁর নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন, ‘‘ফের যদি নড়াচড়া করেন, তাহলে মেরে ওঁর এক ঠ্যাং খোঁড়া করে হাতে লাঠি ধরিয়ে দেবেন।’’ এর পর ওই ব্যক্তিকে ফের বলেন, ‘‘বুঝতে পেরেছেন?’’

অনুষ্ঠান নির্বিঘ্নে শেষ হলেও সোশ্যাল মিডিয়ায় বাবুলের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনা শুরু হয়। একটি সংবাদ সংস্থা ওই ভিডিয়ো টুইট করার পরই নেটিজেনরা বাবুলকে তীব্র আক্রমণ শুরু করেন। বুধবার দুপুর পর্যন্ত হাজারখানেক রিটুইট হয়েছে ওই ভিডিয়োটিতে। মন্তব্য ছাড়া প্রতিক্রিয়া জানিয়েছেন হাজারের কাছাকাছি মানুষ। তাতে বাবুলের দিকে ধেয়ে এসেছে, কটাক্ষ, বিদ্রুপ, আক্রমণের বন্যা। এমনকি, নিজেদের বিজেপি সমর্থক বলে দাবি করেও বাবুলের এই মন্তব্যের সমালোচনা করেছেন অনেকে।

আরও পড়ুন: ‘২০ লাখ দেব, বিজেপি নেত্রীদের কেউ ধর্ষিতা হবেন?’ বেলাগাম আপ নেতা

তবে পরে ফোন করা হলে আনন্দবাজার ডিজিটালকে মন্ত্রী বলেন, ‘‘পুরোটাই প্লে অ্যাক্টিং চলছিল, মজা করে কথা বলছিলাম। অনুষ্ঠানটায় কিছুটা বিশৃঙ্খলা ছিল। আমি মজার ছলে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছিলাম। ওখানে যাঁরা ছিলেন, তাঁরা সবাই জানেন। সবাই মিলে হাততালি দিচ্ছিলেন, মজা করছিলেন। সেই কথোপকথন থেকে একটা অংশ কেটে নিয়ে দেখানো হচ্ছে। এতে আমার কিচ্ছু বলার নেই। মিডিয়া মিডিয়ার কাজ করছে, আমি আমার কাজ করছি।’’

আরও পড়ুন: বিজেপিই করতে হবে, জোর করে না সঙ্ঘ: মোহন ভাগবত

সাংসদ হওয়ার পর এর আগেও অবশ্য বাবুলের মেজাজ হারানোর নমুনা রয়েছে। এ বছর মার্চে আসানসোলে জাতি হিংসার সময় এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। মেজাজ হারিয়ে এক ব্যক্তির ‘চামড়া তুলে নেওয়া’র হুমকি দেন। তখনও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। ফের ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির গায়ক সাংসদ।

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

Babul Supriyo Controversial Remark Asansol Differently Abled Twitter বাবুল সুপ্রিয়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy