Advertisement
১৯ মে ২০২৪

হিম-হাওয়ায় শীতের থিতু হওয়ার ইশারা

চলতি মরসুমে কলকাতায় এই প্রথম ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল রাতের তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ের স্বাভাবিকের চেয়ে যা দু’ডিগ্রি কম।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৭ ০৩:২৪
Share: Save:

সত্যিই সে এসেছে, নাকি নভেম্বরে নিজের ‘ডামি’-কে পাঠিয়েছে শীত— বিতর্ক চলছিল জোরদার। তার মধ্যেই নভেম্বরের শেষে এসে রীতিমতো গা ঝেড়ে গাঙ্গেয় বঙ্গে ফের নিজের হাজিরা জানান দিল উত্তুরে হাওয়া।

চলতি মরসুমে কলকাতায় এই প্রথম ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল রাতের তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ের স্বাভাবিকের চেয়ে যা দু’ডিগ্রি কম।

শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি, স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কয়েকটা দিন এমনই ঠান্ডা থাকবে বলে হাওয়া অফিসের আশ্বাস। আবহবিদেরা বলছেন, নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামাটা অস্বাভাবিক কিছু নয়। ২০১২ সালের ৩০ নভেম্বর জোরালো উত্তুরে হাওয়ায় মহানগরের তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে গিয়েছিল। ২০১৪-র ২৬ নভেম্বর তাপমাত্রা নেমেছিল ১৪.১ ডিগ্রিতে। এ বার নভেম্বরেই বরফ পড়েছে কাশ্মীর ও উত্তরাখণ্ডে। ফলে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। সেখান থেকেই ঠান্ডা নিয়ে উত্তুরে হাওয়া আসছে বাংলা-সহ পূর্ব ভারতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Weather Winter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE