Advertisement
২০ এপ্রিল ২০২৪
Fraud

Fraud: পুলিশ কমিশনারের মেয়ে বলে পরিচয় নেটমাধ্যমে, অভিযুক্ত যাদবপুরের তরুণী

সুলগ্নার দাবি, ইউটিউবে ভিডিয়ো বানানোর জন্য তিনি পুলিশের পোশাক ভাড়া করে নিয়ে এসেছিলেন।

সুলগ্না ঘোষ।

সুলগ্না ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ১৩:৩২
Share: Save:

কখনও পুলিশ কমিশনারের মেয়ে, কখনও কলকাতা পুলিশের সার্জেন্ট, কখনও বা সাব-ইনস্পেক্টর— এ ভাবেই নিজেকে নেটমাধ্যমে তুলে ধরেছিলেন যাদবপুরের বিক্রমগড়ের তরুণী সুলগ্না ঘোষ। বিষয়টি নজরে আসতেই সেই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তাঁরই এক পরিচিত ব্যক্তি।

জানা গিয়েছে, ইনস্টাগ্রামে পুলিশের পোশাক পরে ছবি দিয়েছিলেন সুলগ্না। সেখানে প্রোফাইলে নিজেকে কলকাতা পুলিশ কমিশনারের মেয়ে বলে উল্লেখ করেন তিনি। সেই ছবি পোস্টও করেছিলেন। আর তাতেই বিপত্তি। পুলিশ সম্পর্কে নেটমাধ্যমে ভুল বার্তা ছড়াচ্ছে, এই অভিযোগ তুলেই কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করা হয় সুলগ্নার বিরুদ্ধে।

যদিও সুলগ্নার দাবি, ইউটিউবে ভিডিয়ো বানানোর জন্য তিনি পুলিশের পোশাক ভাড়া করেছিলেন। সেই পোশাক পরেই ছবি আপলোড করেছিলেন। সুলগ্নার আরও দাবি, কলকাতা পুলিশের কোনও মহিলা সার্জেন্ট হয় না। তাই তিনি কোনও আইনবিরুদ্ধ কাজ করেননি। পোশাক ভাড়া করা হলেও সেগুলো তিনি কোথা থেকে পেয়েছেন, তার কোনও স্পষ্ট উত্তর দেননি সুলগ্না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

woman police Jadavpur Fraud
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE