প্রেমিককে দিয়ে নিজের নাতনিকে ধর্ষণ করানোর অভিযোগ উঠল দিদিমার বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় শোরগোল উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায়। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে দুই বৃদ্ধ-বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শোরগোল এলাকায়। অন্য দিকে, উত্তর ২৪ পরগনার গাইঘাটায় এক বধূকে গণধর্ষণের অভিযোগে চার জনকে পাকড়াও করেছে পুলিশ। দু’টি ঘটনায় অভিযুক্তদের শনিবারই পৃথক ভাবে বনগাঁ আদালতে হাজির করানো হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, বাগদার ‘নির্যাতিতা’ নাবালিকা। অভিযোগ, শুক্রবার রাতে মেয়েটিকে ধর্ষণ করেন তার এক দূর সম্পর্কের দাদু। মেয়েটির পরিবারের তরফে থানায় অভিযোগ করা হয়। নাবালিকার জেঠিমার অভিযোগ, ধর্ষণে অভিযুক্ত বৃদ্ধ আদতে নাবালিকার দিদিমার প্রেমিকা। ব্যক্তিগত রোষে নাতনিকে প্রেমিককে দিয়ে ধর্ষণ করিয়েছেন বৃদ্ধা। এই মর্মে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে শনিবার অভিযুক্তদের গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করাচ্ছে পুলিশ। ধর্ষণ এবং পকসো আইনে মামলা রুজু হয়েছে। ‘নির্যাতিতা’র শারীরিক পরীক্ষা করানো হচ্ছে।
আরও পড়ুন:
অন্য দিকে, গাইঘাটায় গণধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত ৬ মে ‘নির্যাতিতা’ বধূ তাঁর পূর্বপরিচিত এক জনের সঙ্গে তরুণ গোবরডাঙা রেলস্টেশনে দেখা করতে যান। সেখান থেকে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল বধূর। তাঁর অভিযোগ, পরিচিত যুবক তাঁকে তাঁর আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেবেন বলে গাড়িতে উঠতে বলেন। তিনি গাড়িতে ওঠেন। কিন্তু তার পর অভিযুক্ত গাড়ি নিয়ে স্বরূপনগর থানার একটি নির্জন মাঠে চলে যান। ওই গাড়িতে তাঁর আরও তিন সঙ্গী ছিলেন। ঘটনাক্রমে বধূকে মাঠে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ওই চার জন ধর্ষণ করেন বলে অভিযোগ। শুক্রবার রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন ‘নির্যাতিতা’। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে চার অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছে। শনিবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হচ্ছে।