Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Youth Congress

তেলের দামে বিক্ষোভ রাজভবনের সামনে

রাজভবনের উত্তর ফটকের সামনে রাস্তা অবরোধ করে বুধবার বেশ কিছু ক্ষণ বিক্ষোভে দেখাল তারা।

রাজভবনের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ।

রাজভবনের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ০৬:৫৩
Share: Save:

পেট্রলের দাম কোথাও কোথাও সেঞ্চুরি পার করেছে। পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাস ও ডিজ়েলের দামও। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে এবং ব্যাটসম্যান সেজে অভিনব কায়দায় বিক্ষোভে নামল যুব কংগ্রেস। রাজভবনের উত্তর ফটকের সামনে রাস্তা অবরোধ করে বুধবার বেশ কিছু ক্ষণ বিক্ষোভে দেখাল তারা। বিজেপির ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’কে কটাক্ষ করে যুব কংগ্রেসের বিক্ষোভে পাল্টা স্লোগান দেওয়া হয় ‘মোদী হ্যায় তো মেহঙ্গাই হ্যায়’! বিক্ষোভের নেতৃত্বে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান। বেশ কিছু ক্ষণ রাজপথে বিক্ষোভ চলার পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। শাদাব বলেন, ‘‘আচ্ছে দিন কেমন, দেশের মানুষ এখন দেখতে পাচ্ছেন! গোটা দেশকে লুট করে দু’জন ব্যবসায়ী বন্ধুর ‘বিকাশ’ ঘটাতে চাইছে মোদী সরকার।’’ রাজ্য সরকার কেন পেট্রল-ডিজ়েলে করছাড় দিয়ে সাধারণ মানুষের সুরাহার ব্যবস্থা করছে না, সেই প্রশ্নও তুলেছেন শাদাবেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Youth Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE