Advertisement
E-Paper

‘খুব মুসলিম দরদি হয়েছিস? ভারতমাতা কি জয় বল’

সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে জানানোর পরই এই মারধর-হেনস্থা বলে দাবি দীপায়ন ধর নামে ওই সিভিল ইঞ্জিনিয়ারের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪৭
দীপায়ন ধর। ছবি: দীপায়ন ধরের ফেসবুক অ্যাকাউন্টের সৌজন্যে

দীপায়ন ধর। ছবি: দীপায়ন ধরের ফেসবুক অ্যাকাউন্টের সৌজন্যে

রাতে কর্মস্থল থেকে ফিরছিলেন মাঝবয়সি এক ইঞ্জিনিয়ার। আচমকাই পথ আটকাল চারটি বাইক। গাড়ি থেকে টেনে নামানো হল ওই ইঞ্জিনিয়ারকে। চলল মারধর। সঙ্গে শাসানি, ‘খুব মুসলিম দরদি হয়েছিস? খুব কাশ্মীর প্রেম? ভারতমাতা কি জয় বল।’ মেরে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে জানানোর পরই এই মারধর-হেনস্থা বলে দাবি দীপায়ন ধর নামে ওই সিভিল ইঞ্জিনিয়ারের। বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ হামলার পরে দীপায়ন মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। হামলাকারীদের কাউকে চিনতে পারেননি তিনি। পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’

দীপায়নের বাড়ি কলকাতায়। কর্মসূত্রে এখন মেদিনীপুর শহরে থাকেন তিনি। আমতলার অদূরে একটি প্রকল্পের সাইট ইনচার্জ এই ইঞ্জিনিয়ার। বুধবার রাতে মেদিনীপুর শহর সংলগ্ন আমতলার কাছেই তিনি নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার দীপায়ন বলছিলেন, ‘‘পুরো ব্যাপারটা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ঘটেছে। ওরা বাইকে এসেছিল। মারধর-হুমকির পরে বাইক নিয়েই খড়্গপুরের দিকে চলে যায়।’’

পুলওয়ামায় জঙ্গি হামলায় জওয়ানদের মৃত্যুর প্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি ফেসবুকে নিজের মতামত পোস্ট করেছিলেন এই ইঞ্জিনিয়ার। দীপায়নের মতে, পাকিস্তান মানেই সব মানুষ খারাপ, তিনি মনে করেন না। হিংস্রতার বিরুদ্ধে হিংস্রতা, এই সমাধানে তিনি বিশ্বাস করেন না। তিনি যুদ্ধের বিরুদ্ধে। দীপায়ন লেখেন, ‘যুদ্ধ হচ্ছে মৃত্যু মৃত্যু খেলা, যুদ্ধ হচ্ছে তোমার কাছে আমার অবহেলা।’

আরও পড়ুন: কংগ্রেসকে ব্রাত্য রেখেই উত্তরপ্রদেশে প্রার্থী ঘোষণা মায়া-অখিলেশের

সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ বিরোধী মন্তব্যের জেরে মারধর চলছে রাজ্যের নানা প্রান্তে। মেদিনীপুরে এই প্রথম। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতির অভিযোগ, ‘‘দেশপ্রেমের নামে বিজেপির লোকেরাই হুমকি দিচ্ছে, মারধর করছে।’’ বিজেপির জেলা সভাপতি শমিত দাশের অবশ্য দাবি, ‘‘বিজেপির কেউ এমন কাজ করবে না। তবে কেউ দেশবিরোধী কথা বললে দেশের মানুষের আবেগে লাগে। তখন মানুষই প্রতিবাদ করেন।’’ আর দীপায়ন বলছেন, ‘‘দেশকে সত্যি ভালবাসেন এমন কেউ এ ভাবে হামলা করতে পারেন না। আমার মতের পক্ষে অনেকের সমর্থন রয়েছে। আমিও তাই মানুষেই আস্থা রাখছি।’’

Violence Social Media Pulwama Terror Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy