Advertisement
০৪ মে ২০২৪
BJP

BJP: এসএসসি দুর্নীতির বিচার, শিক্ষক নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক বিজেপির

রাজ্যের স্কুলগুলিতে প্রায় ৪ লক্ষ শূন্যপদ থাকলেও সরকারের সদিচ্ছার অভাবে শূন্যপদে শিক্ষক নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ বিজেপির।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ২২:০৭
Share: Save:

নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে অভিযুক্তদের শাস্তি এবং রাজ্যের স্কুলগুলিতে ৪ লক্ষ শূন্যপদ পূরণের দাবিতে আন্দোলনে নামছে বিজেপি। এ বিষয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে, দলের যুবশাখা ‘ভারতীয় জনতা যুব মোর্চাকে’। আগামী ২৬ এপ্রিল (মঙ্গলবার) ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে বিকাশ ভবন অভিযান কর্মসূচি পালন করা হবে।

ইন্দ্রনীল জানিয়েছেন, শূন্য পদে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ এবং স্কুলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিতে জড়িতদের কঠোর শাস্তির পাশাপাশি নিয়মিত ভাবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার দাবিতে তাঁরা দীর্ঘমেয়াদি আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

যুব মোর্চার অভিযোগ, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে যুব সমাজ। কর্মসংস্থানের নামে জুটেছে বঞ্চনা। শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের নামে একের পর এক দুর্নীতি হচ্ছে। এ প্রসঙ্গে কলকাতা হাই কোর্ট ‘দুর্নীতির শিকড় অনেক গভীরে’ বলে উল্লেখ করে রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছেন।

রাজ্যের স্কুলগুলিতে প্রায় ৪ লক্ষ শূন্যপদ থাকলেও সরকারের সদিচ্ছার অভাবে শূন্যপদে শিক্ষক নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ। পাশাপাশি প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, গ্রুপ সি-গ্রুপ ডি সর্বত্রই নিয়োগের অনিয়ম হওয়ায় আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে জানিয়ে ইন্দ্রনীল বলেছেন, ‘‘যোগ্য চাকরিপ্রার্থীরা আজ রাজপথে আন্দোলন-অনশন করতে বাধ্য হচ্ছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP BJYM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE