Advertisement
E-Paper

কী টোপ ফেলছেন প্রার্থী, নজর রাখতে পাকা ঘাঁটি

ভয় দেখানো থেকে শুরু করে ভোটারের মন পেতে টাকা বিলি প্রচার পর্বে নানা অভিযোগে জেরবার হতে হয় নির্বাচন কমিশনকে। এ বার তাই গোড়া থেকেই প্রার্থীদের কর্মকাণ্ডের উপরে বিশেষ নজরদারির ব্যবস্থা করছে তারা। বাড়তি গুরুত্ব পাচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি।

জগন্নাথ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৪ ০৫:২০

ভয় দেখানো থেকে শুরু করে ভোটারের মন পেতে টাকা বিলি প্রচার পর্বে নানা অভিযোগে জেরবার হতে হয় নির্বাচন কমিশনকে। এ বার তাই গোড়া থেকেই প্রার্থীদের কর্মকাণ্ডের উপরে বিশেষ নজরদারির ব্যবস্থা করছে তারা। বাড়তি গুরুত্ব পাচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি।

মনোনয়ন থেকে ভোটের দিন পর্যন্ত টানা মাসখানেক এক-একটি লোকসভা কেন্দ্রে পর্যবেক্ষকদের থেকে যাওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। জেলার নির্বাচনী আধিকারিকেরা কমিশনের নির্দেশ ঠিকমতো পালন করছেন কি না, তা যেমন দেখবেন পর্যবেক্ষকরা, তেমনই প্রার্থীদের উপরেও নজর রাখবেন তাঁরা। পাশাপাশি, এ বারই প্রথম লোকসভা নির্বাচনে ডিআইজি পদমর্যাদার আট জন আইপিএস অফিসারকে আইন-শৃঙ্খলা পর্যবেক্ষক হিসেবে রাজ্যে পাঠাচ্ছে কমিশন।

কমিশন সূত্রের খবর, এত দিন ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পরে তিন দফায় পর্যবেক্ষকেরা আসা-যাওয়া করতেন। প্রথম দফায় মনোনয়ন পর্বে এসে প্রার্থিপদ চূড়ান্ত হওয়া পর্যন্ত থাকতেন। দ্বিতীয় দফায় ভোটের দিন তিনেক আগে এসে ভোট মিটিয়ে ব্যালট বক্স স্ট্রং-রুমে রাখা পর্যন্ত। তৃতীয় দফায় ভোট গণনার সময় আবার এসে নিজেদের লোকসভা কেন্দ্রে থাকতেন পর্যবেক্ষকেরা।

এ বার পর্যবেক্ষকদের সেই নজরদারি ব্যবস্থাতেও বদল আনছে কমিশন। তাদের নয়া নির্দেশে মনোনয়ন পর্বের শেষ দিকেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছতে হবে পর্যবেক্ষকদের। সেখানেই একটানা থাকতে হবে গোটা প্রচার পর্ব। ওই কেন্দ্রে ভোটগ্রহণের পরে ফিরে যেতে পারবেন তাঁরা। আবার আসতে হবে ভোটগণনার সময়। যেমন, প্রথম দফায় ১০ এপ্রিল ভোটগ্রহণ হবে বিভিন্ন রাজ্যে। তার জন্য ২২ মার্চ (শনিবার) থেকেই পর্যবেক্ষকেরা সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন।

নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত কেন? কমিশনের এক কর্তা জানান, ভোট প্রক্রিয়ার সমস্ত কর্মকাণ্ড যাতে পর্যবেক্ষকদের সামনেই হয়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। মনোনয়ন পত্র পরীক্ষা (স্ক্রুটিনি) থেকে প্রার্থীদের নাম চূড়ান্ত করার কাজ যাতে পর্যবেক্ষকদের নজরদারিতে হয়, তার জন্যই মনোনয়ন পর্বের শেষ দিকে তাঁদের সংশ্লিষ্ট কেন্দ্রে যেতে বলা হয়েছে। বুথে ভোটকর্মী পাঠানোর প্রাথমিক কাজ নির্বাচনী আধিকারিকেরাই করতেন। এ বার তা-ও হবে পর্যবেক্ষকদের সামনে। কমিশন সূত্রের খবর, ভোটকর্মীদের নাম ঠিক করা, বুথের অন্য কর্মীদের দল নির্বাচন করা এবং ভোটের আগের দিন কর্মীদের বুথ নির্দিষ্ট করার কাজও যাতে পর্যবেক্ষকদের সামনে হয়, তার জন্যও তাঁদের থাকতে বলা হয়েছে।

কমিশনের এক কর্তা বলেন, “নির্বাচনী আচরণবিধি কঠোর ভাবে মানা হচ্ছে কি না, প্রার্থীরা ভোটারদের অনৈতিক ভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন কি না, তা খুঁটিয়ে দেখার ভার পর্যবেক্ষকদের।” তাই মনোনয়ন থেকে ভোটের দিন পর্যন্ত প্রায় এক মাস পর্যবেক্ষকদের সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে কমিশন।

jaganath chottopadhyai Candidate
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy