Advertisement
E-Paper

চড়ের প্রতিবাদে লোক হল না মিছিলে

কোথাও পথ অবরোধ, কোথাও ধিক্কার মিছিল। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারার ঘটনার প্রতিবাদে এইভাবে রাস্তায় নামলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দলীয় কর্মীরা। রবিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ঘটনার কয়েক ঘন্টার মধ্যে শিলিগুড়ি এবং কোচবিহারে আন্দোলন করলেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। একে রবিবার ছুটির দিন, তড়িঘড়ি নিজেরাই প্রতিবাদে নামায় দুই জায়গাতেই আন্দোলনে কর্মীদের উপস্থিতির হার ছিল ‘কম’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৫ ০৩:২৬
কোচবিহারে টিএমসিপির ধিক্কার মিছিল। রবিবার তোলা নিজস্ব চিত্র।

কোচবিহারে টিএমসিপির ধিক্কার মিছিল। রবিবার তোলা নিজস্ব চিত্র।

কোথাও পথ অবরোধ, কোথাও ধিক্কার মিছিল। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারার ঘটনার প্রতিবাদে এইভাবে রাস্তায় নামলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দলীয় কর্মীরা। রবিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ঘটনার কয়েক ঘন্টার মধ্যে শিলিগুড়ি এবং কোচবিহারে আন্দোলন করলেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। একে রবিবার ছুটির দিন, তড়িঘড়ি নিজেরাই প্রতিবাদে নামায় দুই জায়গাতেই আন্দোলনে কর্মীদের উপস্থিতির হার ছিল ‘কম’।

সন্ধ্যায় শিলিগুড়ি জুড়েই ধিক্কার মিছিলের ডাক দেয় যুব তৃণমূল। শিলিগুড়ি হিলকার্ট রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে যুব তৃণমূলের মিছিল বার হয়। হাসমিচক হয়ে মিছিল ফের দলীয় কার্যালয়ে শেষ হয়। যুব তৃণমূল নেতা কুন্তল রায় জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা ন্যক্কারজনক। ঘটনার প্রতিবাদে তারা বৃহত্তর আন্দোলন করবেন। সোমবারও বড় আকারে প্রতিবাদ মিছিল হবে। জেলা যুব তৃণমূল সভাপতি রঞ্জন সরকার জানান, মহকুমার বিভিন্ন ব্লকেও যুব নেতাদের ধিক্কার মিছিল করতে জানিয়ে দেওয়া হয়েছে। অভিষেকবাবুকে চড় মারার প্রতিবাদে আজ, সোমবার জেলা জুড়ে কালাদিবস পালনের ডাক দিল জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল। সংগঠনের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, “জেলার প্রতিটি ব্লকে কালাদিবস পালনের নির্দেশ পাঠানো হয়েছে। ওই দিন সকাল ১০টায় জলপাইগুড়ি শহরে ধিক্কার মিছিল হবে।”

কোচবিহারে এ দিন সন্ধ্যায় প্রতীকী পথ অবরোধ করে তৃণমূল ছাত্র পরিষদ। ৭টা নাগাদ ওই অবরোধ হয় স্টেশন মোড় এলাকায়। ১৫ মিনিট পর তা তুলে নেওয়া হয়। অবরোধে দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ রুটে যান চলাচল সাময়িক ব্যাহত হয়। আন্দোলনকারীদের তরফে টিএমসিপি-র রাজ্য সহ-সভাপতি রাহুল রায় বলেন, “ওই ঘটনার খবর পাওয়ার পরে ছাত্রছাত্রীরা উত্তেজনাবশে সাময়িক প্রতীকী পথ অবরোধ করেছে।” রাজ্যের বনমন্ত্রী তথা জেলা তৃণমূলের মুখপাত্র বিনয়কৃষ্ণ বর্মন জানান, অভিষেকবাবুর উপর আক্রমণের ঘটনার ধিক্কার জানাচ্ছেন। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য বলেছেন, “মঞ্চে উঠে অভিষেককে মারধরের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। দলের বদনাম রটানোরও পরিকল্পনা থাকতে পারে। অভিষেককে মারধর করার প্রতিবাদে এখনও দলের কোনও কর্মসূচি ঠিক হয়নি। রাজ্য নেতৃত্ব নির্দেশ দিলে সেই মতো কর্মসূচি নেওয়া হবে।”

তৃণমূল ছাত্র পরিষদের মালদহ জেলা সভাপতি প্রসেনজিত্‌ দাস জানান, সোমবার তাঁরা জেলা জুড়ে ধিক্কার মিছিল করবেন। তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, “সোমবার জেলায় ধিক্কার মিছিল হবে।” আলিপুরদুয়ারে বিক্ষোভ মিছিল করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূলের সভাপতি সমর ভট্টাচার্য বলেন, “ঘটনার প্রতিবাদে এদিন সন্ধ্যায় সাড়ে সাতটায় বাটা মোড় থেকে আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। পরে আলিপুরদুয়ার চৌপথি এলাকায় ১০ মিনিটের প্রতীকী পথ অবোরধ হয়। সোমবার জেলার বিভিন্ন ব্লকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।”

avishek bandopadhay slapped row chandipur ps cooch behar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy