• শীতকালে জমিতে ছাই দিলে নরমদেহী চোষক পোকা থেকে রক্ষা মেলে। ছাইয়ে সালফার ও পটাশিয়াম থাকায় রোগ প্রতিরোধ হয়।
• কাকতাড়ুয়া ব্যবহার করলে পাখিরা তার উপর বসে কীটশত্রু ধরে-ধরে খায়।
• পরাগ সংযোগকারী ও পরজীবী পোকাদের আকর্যণকারী ফসলের চাষ করলে পরাগসংযোগ ভাল হয়। পোকারা কীটশত্রুদের আক্রমণ করে।
• গোবর জল ছেঁকে নিয়ে গোমূত্রের সঙ্গে মিশিয়ে স্প্রে করলে রোগপোকা কমে। ফসল ভাল হয়।
• পুরনো টিন বা বাঁশ ফাটিয়ে দড়ি টেনে পাখি তাড়ানো যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
প্রতি সকালে আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
শুধুই ছবিতে নয়, খবর এবার টেক্সটেও
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি: