Advertisement
১৬ এপ্রিল ২০২৪

মুকুলকে তলব শুক্রবার

টানাপড়েন আপাতত শেষ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে ৩০ জানুয়ারি সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। সিবিআই সূত্রের দাবি, মুকুলবাবু ২৮ জানুয়ারি বা তার পরে তদন্ত প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন বলে জানিয়েছিলেন। সেই অনুসারেই ৩০ তারিখ বেলা ১১টার মধ্যে তাঁকে হাজির হতে বলা হয়েছে। এর আগে মুকুলবাবু বলেছিলেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং যথাসময়েই সিবিআই দফতরে যাবেন। কিন্তু হাজির হওয়ার দিন কৌঁসুলি মারফত তিনি ১৫ দিন সময় চান।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৫ ০২:৪৫
Share: Save:

টানাপড়েন আপাতত শেষ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে ৩০ জানুয়ারি সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। সিবিআই সূত্রের দাবি, মুকুলবাবু ২৮ জানুয়ারি বা তার পরে তদন্ত প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন বলে জানিয়েছিলেন। সেই অনুসারেই ৩০ তারিখ বেলা ১১টার মধ্যে তাঁকে হাজির হতে বলা হয়েছে। এর আগে মুকুলবাবু বলেছিলেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং যথাসময়েই সিবিআই দফতরে যাবেন। কিন্তু হাজির হওয়ার দিন কৌঁসুলি মারফত তিনি ১৫ দিন সময় চান। সিবিআই সূত্রে বলা হয়েছিল, ২১ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করে তাঁকে ফের নোটিস পাঠানো হতে পারে। তখন মুকুলবাবু জানান, সারদা কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির পরে তিনিই যোগাযোগ করবেন। ২৭ তারিখ শুনানির দিন স্থির হয়। তার পরেই মুকুলবাবু ২৮ জানুয়ারি বা তার পরে হাজিরা দিতে পারবেন বলে জানান। তাঁর ঘনিষ্ঠ মহলের খবর, দিন ধার্য করে সিবিআই মুকুলবাবুর সঙ্গে যোগাযোগ করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

saradha scam cbi probe mukul roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE