Advertisement
২০ এপ্রিল ২০২৪

রামকৃষ্ণ মিশন আর ইউনেস্কো হাতে হাত

সাংস্কৃতিক মত বিনিময়, সামাজিক সংযোগ স্থাপন এবং শান্তি ও অহিংসার বার্তা দিতে রামকৃষ্ণ মিশনের সঙ্গে ছ’বছরের জন্য প্রাতিষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছে ইউনেস্কো। রবিবার বেলুড় মঠের সাংস্কৃতিক সভাগৃহে মিশনের ১০৬তম বার্ষিক সাধারণ সভায় এক বিবৃতিতে এ কথা জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ।

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ০৩:৩১
Share: Save:

সাংস্কৃতিক মত বিনিময়, সামাজিক সংযোগ স্থাপন এবং শান্তি ও অহিংসার বার্তা দিতে রামকৃষ্ণ মিশনের সঙ্গে ছ’বছরের জন্য প্রাতিষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছে ইউনেস্কো। রবিবার বেলুড় মঠের সাংস্কৃতিক সভাগৃহে মিশনের ১০৬তম বার্ষিক সাধারণ সভায় এক বিবৃতিতে এ কথা জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ। সাধারণ সম্পাদকের বিবৃতি জানাচ্ছে, শিশু বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত প্রায় তিন লক্ষ ১৮ হাজার ছাত্রছাত্রীর লেখাপড়ার জন্য রামকৃষ্ণ মিশন এক বছরে (২০১৪-’১৫) প্রায় ২৬৭ কোটি টাকা খরচ করেছে। ১০টি হাসপাতাল, ৭৪টি ডিসপেন্সারি, ৪৪টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র এবং ৯৬৩টি চিকিৎসা শিবিরে উপকৃত হয়েছেন আট লক্ষেরও বেশি রোগী। এই খাতে খরচ হয়েছে ১৬৭ কোটি আট লক্ষ টাকা। গরিব পড়ুয়াদের বৃত্তি এবং বৃদ্ধ, অসুস্থ ও দুঃস্থদের সাহায্য বাবদ খরচ হয়েছে ১৪ কোটি ৭৪ লক্ষ টাকা। ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচিতে ছ’‌কোটি ৩৪ লক্ষ টাকা খরচ করেছে মিশন। স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ উপলক্ষে ২০১০ সালে দেশের নানা প্রান্তে সেবাকাজ শুরু করেছিল রামকৃষ্ণ মিশন। কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে সেই সব সেবা প্রকল্প রূপায়ণে খরচ হয়েছে ৯৩ কোটি টাকা। তার মধ্যে রয়েছে শিক্ষা, চিকিৎসা, গ্রামোন্নয়ন-সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ramkrishna Mission UNESCO State
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE