Advertisement
২০ এপ্রিল ২০২৪
International News

মার্কসের দেশে জি-২০ বৈঠক শুরু, হামবুর্গ জ্বলছে বাম বিক্ষোভের আগুনে

‘ওয়েলকাম টু হেল’ নামে বিক্ষোভকারীদের ওই মিছিল শুরু হয় এলবে নদীর তীরে বামপন্থী বিক্ষোভ-প্রতিবাদের জন্য ঐতিহাসিক সড়ক হাফেনস্ট্রস রোডের মাছবাজার থেকে। কিন্তু সেই মিছিল ৩০০ মিটার এগতেই তার পথ রুখে দেয় হামবুর্গের পুলিশ। যার জেরে উত্তেজিত বিক্ষোভকারীরা ইট, পাথর ছুড়তে শুরু করে দেন পুলিশকর্মীদের লক্ষ্য করে। তাঁরা পতাকা উড়িয়ে ‘পুঁজিবাদী দেশগুলির রাষ্ট্রনেতা’দের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাঁদের থামাতে পুলিশ লাঠি চালায়। চালায় জলকামান। ছোড়ে কাঁদানে গ্যাস, লঙ্কার গুঁড়ো।

পুলিশ-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধ। হামবুর্গে, বৃহস্পতিবার। ছবি- এএফপি।

পুলিশ-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধ। হামবুর্গে, বৃহস্পতিবার। ছবি- এএফপি।

সংবাদ সংস্থা
হামবুর্গ শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৭ ১৭:৩২
Share: Save:

‘চাঁদের হাট’ই হয়ে উঠল রণক্ষেত্র!

আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, ভারত- কে নেই সেখানে! দুনিয়ার ২০টি শিল্পোন্নত দেশের রথী-মহারথী রাষ্ট্রপ্রধানদের ‘জি-২০’ শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রণক্ষেত্রের চেহারা নিল আয়োজক দেশ জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গ। পুঁজিবাদের প্রতিবাদে। বিশ্বায়নের প্রতিবাদে। ১২ হাজার মানুষের মহা মিছিলের পথ রুখতে গিয়ে বেধরক লাঠি চালাল, জলকামান, কাঁদানে গ্যাস, লঙ্কার গুঁড়ো ছুড়ল হামবুর্গ পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছুড়লেন মিছিলে আসা হাজার হাজার মানুষ। জখম হলেন কম করে ৭৪ জন অফিসার ও পুলিশকর্মী। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দিলেন বিক্ষোভকারীরা। মিছিলকারীদের অভিযোগ, বহু বিক্ষোভকারী জখম হয়েছেন পুলিশি নিগ্রহে।

আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, ভারত- কে নেই সেখানে! দুনিয়ার ২০টি শিল্পোন্নত দেশের রথী-মহারথী রাষ্ট্রপ্রধানদের ‘জি-২০’ শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রণক্ষেত্রের চেহারা নিল আয়োজক দেশ জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গ। পুঁজিবাদের প্রতিবাদে। বিশ্বায়নের প্রতিবাদে। ১২ হাজার মানুষের মহা মিছিলের পথ রুখতে গিয়ে বেধরক লাঠি চালাল, জলকামান, কাঁদানে গ্যাস, লঙ্কার গুঁড়ো ছুড়ল হামবুর্গ পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছুড়লেন মিছিলে আসা হাজার হাজার মানুষ। জখম হলেন কম করে ৭৪ জন অফিসার ও পুলিশকর্মী। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দিলেন বিক্ষোভকারীরা। মিছিলকারীদের অভিযোগ, বহু বিক্ষোভকারী জখম হয়েছেন পুলিশি নিগ্রহে।

দু’দিনের শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে নিরাপত্তার বজ্র আঁটুনি উপেক্ষা করে, পুলিশের প্রতিরোধ, ব্যারিকেডকে অগ্রাহ্য করে এলবে নদীর তীর থেকে হামবুর্গ সেন্ট্রাল স্টেশন পর্যন্ত সুদীর্ঘ পথে বিক্ষোভ মিছিল চলল মধ্যরাত পর্যন্ত।


দাউদাউ করে জ্বলছে গাড়ি। নেভানোর চেষ্টায় দমকল কর্মীরা। হামবুর্গে, বৃহস্পতিবার। ছবি- এএফপি।

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সেই সংঘর্ষের রেশ থাকতে থাকতেই শুক্রবার সকাল থেকে হামবুর্গের ‘মেস উন্দ কংগ্রেস’-এ শুরু হল দ্বাদশ ‘জি-২০’ জোটের দেশগুলির শীর্ষ সম্মেলন। যার জন্য বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই হামবুর্গে পৌঁছে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের এমানুয়েল মাঁকর, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, চিনা প্রেসিডেন্ট শি চিনফিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ১৯টি শিল্পোন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা। যাঁদের অন্যতম ‘ব্রিকস’ জোটের পাঁচটি দেশের রাষ্ট্রনেতারাও। বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানান জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল।


হামবুর্গের রাস্তায় বৃহস্পতিবারের সেই মহা মিছিল। ছবি- এএফপি।

বৃহস্পতিবার শেষ বিকেলে ‘ওয়েলকাম টু হেল’ নামে বিক্ষোভকারীদের ওই মিছিল শুরু হয় এলবে নদীর তীরে বামপন্থী বিক্ষোভ-প্রতিবাদের জন্য ঐতিহাসিক সড়ক হাফেনস্ট্রস রোডের মাছবাজার থেকে। কিন্তু সেই মিছিল ৩০০ মিটার এগতেই তার পথ রুখে দেয় হামবুর্গের পুলিশ। যার জেরে উত্তেজিত বিক্ষোভকারীরা ইট, পাথর ছুড়তে শুরু করে দেন পুলিশকর্মীদের লক্ষ্য করে। তাঁরা পতাকা উড়িয়ে ‘পুঁজিবাদী দেশগুলির রাষ্ট্রনেতা’দের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাঁদের থামাতে পুলিশ লাঠি চালায়। চালায় জলকামান। ছোড়ে কাঁদানে গ্যাস, লঙ্কার গুঁড়ো। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সেই খণ্ডযুদ্ধ চলে প্রায় ৪০ মিনিট। বহু বিক্ষোভকারীর মুখ ঢাকা ছিল মুখোশে। সেটাই তাঁদের প্রতিবাদের ভাষা। পুলিশ তাঁদের মুখোশ খুলতে বললে মিছিলে আসা মানুষজন পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি বোতল ও পাথর ছুড়তে শুরু করেন। তবে পুলিশের লাঠি, গ্যাসে ছত্রভঙ্গ হয়ে পড়েন বিক্ষোভকারীরা। পরে হামবুর্গেরই রিপভান জেলায় প্রায় হাজার আটেক বিক্ষোভকারী জড়ো হন। তাঁরা হামবুর্গ সেন্ট্রাল হলের দিকে শান্তিপূর্ণ মিছিল করে এগতে থাকেন। সেই মিছিল শেষ হয় প্রায় মধ্যরাতে। তবে হামবুর্গের সেন্ট পাউলি ও আলটোনা জেলায় পুলিশের সঙ্গে ফের খণ্ডযুদ্ধ হয় বিক্ষোভকারীদের। সেখানে বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। পরে দমকল কর্মীরা গিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করেন।


যে পথ ধরে বৃহস্পতিবার মিছিল হয়েছে আর শনিবার মিছিল হবে, হামবুর্গে।

শুক্রবার সকালে শীর্ষ সম্মেলন শুরুর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাদা আলাদা ভাবে বৈঠক সেরে নেন রাশিয়া সহ ‘ব্রিকস’ জোটের বাকি ৪ সদস্যের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে। আজ রাতেই প্রধানমন্ত্রী মোদীর আলাদা ভাবে বৈঠকে বসার কথা জাপান, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে। সম্মেলনে বাণিজ্য সম্পর্ক জোরদার করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট লড়াইয়েরও শপথ নেওয়া হয়।

আরও পড়ুন- হামবুর্গে চমক! জি-২০ সম্মেলনের ফাঁকে কথা মোদী-চিনফিং​

বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে বলেছেন, ‘‘দু’দিনের এই শীর্ষ সম্মেলনের ফাঁকে ফাঁকেই প্রধানমন্ত্রী মোদী আলাদা ভাবে বৈঠকে বসে নেবেন কানাডা, আর্জেন্তিনা, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন ও ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে।’’

বিক্ষোভে মিছিলে উত্তাল হামবুর্গ দেখুন ভিডিও

বিক্ষোভে মিছিলে উত্তাল হামবুর্গ দেখুন ভিডিও ! ? !😣 ღ ∞♔

বিক্ষোভে মিছিলে উত্তাল হামবুর্গ দেখুন ভিডিও ღ ∞♔

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE