Advertisement
E-Paper

ভয়াল ভূমিকম্পে বিধ্বস্ত মেক্সিকো, মৃত দুশোরও বেশি

অতি শক্তিশালী ভূমিকম্পের ছোবলে আর্তনাদ করছে মেক্সিকোর বিশাল অঞ্চল। যত সময় যাচ্ছে। বেড়ে চলেছে মৃতের সংখ্যা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭ ০৭:৩৫
সব হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা। ছবি: রয়টার্স।

সব হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা। ছবি: রয়টার্স।

অতি শক্তিশালী ভূমিকম্পের ছোবলে আর্তনাদ করছে মেক্সিকোর বিশাল অঞ্চল। যত সময় যাচ্ছে। বেড়ে চলেছে মৃতের সংখ্যা।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টার কিছু পরে এই কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.১। মেক্সিকো সরকারের পক্ষ থেকে মোট ২৪৮ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। পরে ওই সংখ্যা সংশোধন করে ২১৬ করা হয়েছে। এর মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে রাজধানী মেক্সিকো সিটিতে।

প্রথম কম্পনের উত্সস্থল ছিল মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরে। তার পর বারবার কাঁপতে থাকে রাজধানী-সহ মেক্সিকোর বিশাল এলাকা। মেক্সিকো সিটিতে অন্তত ৪৪টি বাড়ি ভেঙে পড়েছে। এর মধ্যে একটি স্কুল ভেঙে ২১ জন শিশু-সহ ২৩ জনের মৃত্যু হয়েছে। সারা শহর জুড়ে ছড়িয়ে রয়েছে ঘরবাড়ির ধ্বংসস্তূপ।

আরও পড়ুন: উড়িয়ে দেবো, বিশ্বমঞ্চে কিমকে হুমকি ট্রাম্পের

আরও পড়ুন: মৃত্যু আর আর্তনাদ মেক্সিকো জুড়ে, দেখুন সেই ছবি

এই মুহূর্তে এমনই ছবি গোটা মেক্সিকো জুড়ে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল। ছবি: এপি।

মেক্সিকো সিটির মেয়র মিগুয়েল অ্যাঞ্জেল মানসেরা জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করে চলেছে। সারা রাত উদ্ধার কাজ চলে। সকালের আগেই ধ্বংসস্তূপ থেকে টেনে বের করে আনা হয় একের পর এক দেহ। বহু জনকে উদ্ধার করা হয়েছেগুরুতর জখম অবস্থায়। এঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মেক্সিকো শহর প্রশাসন এবং সেখানকার স্থানীয় মানুষদেরআশঙ্কা, বিল্ডিংয়ের ইট-কাঠের নীচে এখনও চাপা পড়ে রয়েছেন বহু মানুষ। শহরের দেল ভেল এলাকায় ভেঙে পড়েছে অন্তত দু’টি বহুতল। গ্যাসের কটূ গন্ধে ভরে গিয়েছে ওই এলাকা। একই ছবি দেখা গিয়েছে মেক্সিকো সিটির দক্ষিণে মরেলোস, পুয়েবা, গুয়েরেরো রাজ্যের একাধিক জায়গায়।

কাকতলীয় ভাবে মঙ্গলবারের এই ভূমিকম্প ঘটল মেক্সিকোর সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াল ভূমিকম্পের ৩২ বছর পূর্তির দিনেই। ১৯৮৫-র ১৯ সেপ্টেম্বর ১০ হাজার মেক্সিকোবাসীর মৃত্যু হয়েছিল ভূমিকম্পে।

দিন ১২ আগেও মেক্সিকোর দক্ষিণে ওয়াক্সাকা এবং চিয়াপাস প্রদেশ কেঁপে উঠেছিল রিখটার স্কেলে ৮.১ তীব্রতার ভূমিকম্পে। প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছিল। দুশোর বেশি মানুষ মারা যান ওই ভূমিকম্পে।

দেখুন ভিডিও

(সবিস্তার আসছে)

Earth Quake Mexico Mexico City মেক্সিকো
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy